দশ হাজারি ক্লাবের একাদশ সদস্য দিলশান

Author Topic: দশ হাজারি ক্লাবের একাদশ সদস্য দিলশান  (Read 640 times)

Offline Shah Alam Kabir Pramanik

  • Hero Member
  • *****
  • Posts: 542
  • Test
    • View Profile
দশ হাজারি ক্লাবের একাদশ সদস্য দিলশান
ওয়ানডে ক্রিকেটের ১১তম ও শ্রীলংকার চতুর্থ খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শ্রীলংকার ওপেনার তিলকরত্নে দিলশান। হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেন দিলশান।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে নামার আগে দিলশানের পরিসংখ্যান ছিলো- ৩১৮ ম্যাচের ২৯২ ইনিংসে ৩৯.৬২ গড়ে ৯৯৪৫ রান। ফলে আর ৫৫ রান করলেই ওয়ানডেতে ১০’হাজার রান পূর্ণ করবেন তিনি।
লক্ষ্য পূরণের পথে শ্রীলংকার ইনিংসের শুরু থেকে ভালোভাবেই এগোচ্ছিলেন দিলশান। ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম হাফ-সেঞ্চুরিও তুলে নেন তিনি। আর লংকান ইনিংসের ২৩তম ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে ১০ হাজার রানের ক্লাবে নাম লেখান দিলশান। ১০ হাজার রান পূর্ণ করার ম্যাচে শেষ পর্যন্ত ৬৩ রানে আউট হন এই মারকুটে ওপেনার। ৭০ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান ২২টি সেঞ্চুরির মালিক দিলশান।

ওয়ানডেতে ১০’হাজার রানের ক্লাবের খেলোয়াড়রা :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়
শচিন টেন্ডুলকার (ভারত) ৪৬৩ ৪৫২ ১৮৪২৬ ৪৪.৮৩
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ৪০৪ ৩৮০ ১৪২৩৪ ৪১.৯৮
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৩৭৫ ৩৬৫ ১৩৭০৪ ৪২.০৩
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা) ৪৪৫ ৪৩৩ ১৩৪৩০ ৩২.৩৬
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) ৪৪৮ ৪১৮ ১২৬৫০ ৩৩.৩৭
ইনজামাম উল হক (পাকিস্তান) ৩৭৮ ৩৫০ ১১৭৩৯ ৩৯.৫২
জক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ৩২৮ ৩১৪ ১১৫৭৯ ৪৪.৩৬
সৌরভ গাঙ্গুলি (ভারত) ৩১১ ৩০০ ১১৩৬৩ ৪১.০২
রাহুল দ্রাবিড় (ভারত) ৩৪৪ ৩১৮ ১০৮৮৯ ৩৯.১৬
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ২৯৯ ২৮৯ ১০৪০৫ ৪০.৪৮
তিলকরত্নে দিলশান (শ্রীলংকা) ৩১৯ ২৯৩ ১০০০৮ ৩৯.৭১।

- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/41042#sthash.hbrUkVxo.dpuf