অ্যাপ স্টোরে স্ন্যাপচ্যাট শীর্ষে

Author Topic: অ্যাপ স্টোরে স্ন্যাপচ্যাট শীর্ষে  (Read 1281 times)

Offline shafayet

  • Hero Member
  • *****
  • Posts: 1024
  • Test
    • View Profile
অ্যাপ স্টোরে স্ন্যাপচ্যাট শীর্ষে

আইওএস প্ল্যাটফর্ম অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশন খোঁজ করার দিক থেকে চলতি সপ্তাহে শীর্ষে অবস্থান করছে স্ন্যাপচ্যাট। এটি ছবি শেয়ারের অ্যাপ্লিকেশন। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, অ্যাপ স্টোরের সার্চের ফলাফল বিবেচনায় প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছে স্ন্যাপচ্যাট। এ অ্যাপটিকে এখন মানুষ বেশি খুঁজছে।

স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট ইনকরপোরেশন চলতি মাসের শুরুতে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি গত বছরে ৫ কোটি ১৫ লাখ ডলার লোকসান দেখিয়েছে। স্ন্যাপচ্যাটের তথ্য অনুযায়ী, ১৫ কোটি ৮০ লাখ মানুষ প্রতিদিন এ সেবা ব্যবহার করেন এবং ২৫০ কোটি স্ন্যাপ তৈরি করেন।

আইওএস প্ল্যাটফর্মে অ্যাপ খোঁজার হিসেবে দ্বিতীয় অবস্থানে ফেসবুক নিয়ন্ত্রণাধীন ছবি শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম, ফেসবুক মোবাইল অ্যাপ তৃতীয় অবস্থানে রয়েছে। ইউটিউব আছে চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থানে রয়েছে কিক। টুইটারের অবস্থান ষষ্ঠ।