The discovery of breakthrough drugs in the treatment of migraine!

Author Topic: The discovery of breakthrough drugs in the treatment of migraine!  (Read 1672 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
মাইগ্রেন চিকিৎসায় নতুন ধরনের কার্যকরী ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন গবেষকরা। তাঁরা একে ভিন্ন মাত্রা হিসেবে বর্ণনা করছেন। মাইগ্রেন বা দীর্ঘকালীন মাথা ব্যথা প্রতিকারে এটিই প্রথম কার্যকরী ওষুধ বলে দাবি করছেন গবেষকরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক চিকিৎসা বিষয়ক সম্মেলনে নতুন এই ওষুধের তথ্য উপস্থাপন করা হয়েছে।

গবেষকরা জানান, মাইগ্রেন চিকিৎসায় অন্য সব ওষুধ যখন ব্যর্থ হবে, তখন এই নতুন ওষুধ কাজ করবে। নতুন এই ওষুধটি হলো একধরনের ইনজেকশন। এরেনুম্যাব নামের এই ইনজেকশন মাসে একবার নেওয়া যাবে।

গবেষকরা বলেছেন, অচিরেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস মাইগ্রেন রোগীদের জন্য এই ওষুধ ব্যবহার করবে। এই ওষুধ গুরুতর মাইগ্রেন আক্রান্ত এক তৃতীয়াংশ মানুষকে সাহায্য করবে।

তাঁরা জানান, একজন মাইগ্রেন রোগী মাসে যতবার এই রোগে আক্রান্ত হন, নতুন ওষুধ ব্যবহারে আক্রান্তের সেই হার অর্ধেকে নেমে আসবে। এরেনুম্যাব ইনজেকশন মাইগ্র্রেনের অন্যান্য ওষুধ থেকে ভিন্নভাবে কাজ করবে। এটি উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও মাইগ্রেনের জন্য ব্যবহার করা যাবে।

তাঁরা বলছেন, এটি মাইগ্রেন প্রতিরোধক হিসেবেও কাজ করবে।


Source; সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar