বাংলাদেশে যাত্রা শুরু করলো রিয়েলমি স্মার্টফোন, বাংলাদেশে লোকাল ফ্যাক্টরি

Author Topic: বাংলাদেশে যাত্রা শুরু করলো রিয়েলমি স্মার্টফোন, বাংলাদেশে লোকাল ফ্যাক্টরি  (Read 1029 times)

Offline momin.ce

  • Newbie
  • *
  • Posts: 28
  • Today is a gift. Use it properly.
    • View Profile
    • Khondhaker Al Momin


বাংলাদেশে যাত্রা শুরু করছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রার তথ্য জানায়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিওন জি  বলেন, ‘রিয়েলমি বাংলাদেশে লোকাল ফ্যাক্টরি স্থাপন করেছে। রিয়েলমি আন্তর্জাতিক স্মার্টফোন বাজার এবং তরুণদের চাহিদার ওপর দৃষ্টি রেখে কাজ করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী রিয়েলমি ইউজার দুই কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে, যা প্রতিবছর ৫০০ শতাংশ হারে বাড়ছে।’

আন্তর্জাতিকভাবে রিয়েলমি মোট ৯টি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে। এর মধ্যে আছে রিয়েলমি থ্রি সিরিজ, রিয়েলমি ফাইভ সিরিজ, রিয়েলমি সি সিরিজ এবং রিয়েলমি এক্স সিরিজ। এবছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রিয়েলমি দুইটি ফাইভ-জি স্মার্টফোন, রিয়েলমি ‘এক্স ফিফটি’ এবং রিয়েলমি ‘এক্স ফিফটি প্রো’ বাজারে এনেছে।
Lecturer,
Department of Civil Engineering,
Daffodil International Unversity.