মাইকে আসেনি....

Author Topic: মাইকে আসেনি....  (Read 1537 times)

Offline Md.A.K.Azad

  • Newbie
  • *
  • Posts: 20
  • Test
    • View Profile
মাইকে আসেনি....
« on: April 05, 2020, 10:19:56 AM »
মাইকে আসেনি....

শিক্ষা মানে সিলেবাস কাঠামোই বাঁধানো তথ্যের আদান প্রদান।
শিক্ষা মানে (a+b)√।
শিক্ষা মানে third person শেষে s বা es যোগ।
শিক্ষা মানে ছকে বাঁধা ৮০ নম্বর।
শিক্ষা মানে পুস্তকে পুতে ফেলা অদম্য মেধা।
শিক্ষা মানে শিক্ষিত উপাধি।

বাকিটা সিলেবাসে ধরেনি...

শিক্ষা মানে অধিনস্থ আত্মসমর্পন,
মান সম্মান সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে অন্যায়ে অর্থ উপার্জন,
কারো ক্ষতি সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে দালালের উপরে উঠা,
কাঁধের ময়লা সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে তথ্য বানিজ্য,
দায়িত্বে অবহেলা সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে বাঁকা চোখের কামনা,
নীতি নৈতিকতা সিলেবাসে ধরেনি।

কিছু মৃত্যুর খবর মাইকে আসেনা।
শিক্ষা, মানবতা, দায়িত্ব, স্বচ্ছতা আর জবাবদিহিতা- আমি এদের মরতে দেখেছি।
কিন্তু - এ খবর মাইকে আসেনি, কাগজে আসেনি।