আইফোন ফাইভ জেলব্রেক

Author Topic: আইফোন ফাইভ জেলব্রেক  (Read 1442 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
আইফোন ফাইভ জেলব্রেক
« on: September 25, 2012, 10:12:17 AM »
                                                                              আইফোন ফাইভবাজারে আসার আট ঘণ্টার মধ্যেই জেলব্রেক

বাজারে আসার আট ঘণ্টার মধ্যেই আইফোন ফাইভ হ্যান্ডসেটের জেলব্রেক করার দাবি করেছেন গ্র্যান্ট পল নামের যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। বিভিন্ন পণ্যে শুধু অনুমোদিত সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যবহারের সুযোগ দিয়ে থাকে অ্যাপল। আর এ নির্ধারিত সফটওয়্যার বা হার্ডওয়্যারের পরিবর্তে অন্য সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যবহার করতেই জেলব্রেক করা হয়। আর এ জন্য পল ব্যবহার করেছেন অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম উপযোগী নিজের তৈরি সফটওয়্যার। প্রযুক্তিনির্ভর সংবাদের সাইট দ্য নেঙ্ট ওয়েব এ তথ্য জানিয়েছে।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্র্যান্ট পল জেলব্রেক করার পাশাপাশি কিভাবে কাজটি করতে হবে এর বিস্তারিত তথ্য অনলাইনেও প্রকাশ করেছেন। ফলে নিজের ইচ্ছে অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করা যাবে আইফোন ফাইভে।
জেলব্রেক করার পর অ্যাপলের অনুমোদনবিহীন সফটওয়্যার 'সাইডিয়া' নিজের হ্যান্ডসেটে ডাউনলোডও করেছেন পল। আর বিষয়টিকে সবার বিশ্বাসযোগ্য করে তুলতে ইতিমধ্যে টুইটারে তাঁর নিজের আইফোন ফাইভের স্ক্রিনশটের ছবিও পোস্ট করেছেন।
আর এ ছবিই প্রমাণ করে পল আইফোন ফাইভ হ্যান্ডসেটের জেলব্রেক করতে পেরেছেন। বিষয়টি স্বীকারও করে নিয়েছে প্রযুক্তিবিশ্ব।


« Last Edit: September 25, 2012, 10:14:25 AM by Faysal230 »