অ্যানড্রয়েড ফোনে বাংলা এসএমএস

Author Topic: অ্যানড্রয়েড ফোনে বাংলা এসএমএস  (Read 878 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
যাঁরা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করছেন, তাঁরা এখন থেকে 'বাংলা এসএমএস' অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাংলায় খুদেবার্তা (এসএমএস) পড়তে বা লিখতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে দেশি অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড।
এমসিসি জানিয়েছে, বাংলা লেখার জন্য 'ফোনেটিক' লে-আউট ব্যবহার করে কিবোর্ড সাজানো হয়েছে। অর্থাৎ আপনি যদি AMAR লিখেন, তাহলে এসএমএসে 'আমার' লেখা হবে। এতে এসএমএস সংরক্ষণের জন্য 'ইনবক্স' সুবিধাও রয়েছে।
অ্যাপ্লিকেশনটি Google Play Store থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার জন্য Play Store খোলার পর সার্চ বক্সে 'বাংলা এসএমএস' লিখতে হবে। আপাতত শুধু অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।
নকিয়া এবং আইফোনের জন্যও অ্যাপ্লিকেশনটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে এমসিসি। www.mcc.com.bd থেকে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।