জান্নাতের পথে সুন্নাহর সাথে

Author Topic: জান্নাতের পথে সুন্নাহর সাথে  (Read 1153 times)

Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1173
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile
১) মানুষের সাথে মিশুক, কোমলমতি, নম্র মেজাজ ও বিনম্র স্বভাব বিশিষ্ট প্রত্যেকের উপর জাহান্নামের আগুন হারাম। --(তিরমিযীঃ২৪৮৮; তিরমিযীর মতে হাদিসটি হাসান ও গরীব, আলবানির মতে সহীহ)--

২) রাস্তা থেকে কষ্টদায়ক গাছ কেটে সরিয়ে দেয়ার কারণে রাসূল(স) এক ব্যক্তির ব্যাপারে বলেন তাকে জান্নাতে বেড়াতে দেখেছি। --(সহীহ মুসলিমঃ৬৮৩৭)--

৩) আল্লাহ-র সন্তুষ্টি অর্জনের আশায় যে ব্যক্তি নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায় সে জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিল। --(তিরমিযী-২০০৮;আলবানীর মতে হাসান)--

৪) প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যু ব্যতীত কোন কিছুই তার জন্য জান্নাতে প্রবেশের পথে বাধা হয়ে থাকবে না। --(ত্বাবারানীঃ৭৪০৮; ইবনু হিব্বান ও আলবানী সহীহ বলেছেন)--

৫) “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” হল জান্নাতের দরজাসমূহের মধ্যকার একটি দরজা --(আহমাদঃ২১৯৯৬;আলবানীর মতে সহীহ লিগাইরিহি)--;

অন্য বর্ণনায়- জান্নাতের ভান্ডারসমূহের একটি ভান্ডার --(সহীহ বুখারীঃ৫৯০৫)--
৬) সূরা ইখলাস ১০ বার পড়লে আল্লাহ তার জন্য জান্নাতে ১ টি প্রাসাদ, ২০ বার পড়লে জান্নাতে ২ টি প্রাসাদ, ৩০ বার পড়লে জান্নাতে ৩ টি প্রাসাদ তৈরি করবেন।

--(দারিমীঃ ৩৪৯২;আলবানীর তাহক্বীক্ব অনুযায়ী সহীহ)--

৭) রাগ বাস্তবায়ন করার ক্ষমতা থাকার পরেও তা নিয়ন্ত্রণ করলে আল্লাহ কিয়ামাতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে এনে জান্নাতের যেকোন হুরকে নিজের ইচ্ছামত বেছে নেয়ার অধিকার দিবেন।

--(ইবনু মাজাহঃ ৪১৬৮;আবূ দাঊদঃ ৪৭৭৭;আলবানীর মতে হাসান)--

৮) যিকিরের মাজলিস সমূহের গনীমত(পুরষ্কার) হল জান্নাত।

--(আহমাদ;আলবানী বলেছেন হাসান লিগাইরিহি)--

৯) “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” পাঠ করলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়।

--(বাযযারঃ২৪৬৮;আলবানীর মতে সহীহ লিগাইরিহি)--

১০) “সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ” হল জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল।

--(মুসলিমঃ ৫৭২৪)—

১১) প্রত্যকে সালাতের পর ১০ বার করে ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ পাঠকারী এবং ঘুমানোর সময় ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার, ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার ও ‘আল্লাহু আকবার’ ৩৪ বার করে পাঠকারী জান্নাতে প্রবেশ করবে।

--(ইবনু মাজাহঃ ৯২৬;আবূ দাঊদঃ ৫০৬৫; আলবানীর মতে সহীহ)—

১২) কেউ তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে গেলে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ জান্নাতের ফল আহরণ করতে থাকে।

--(সহীহ মুসলিমঃ ৬৭১৮)--
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU