Samsung & Bangladesh

Author Topic: Samsung & Bangladesh  (Read 1184 times)

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
Samsung & Bangladesh
« on: March 04, 2013, 05:41:28 PM »
বাংলাদেশে পণ্য সংযোজন করবে স্যামসাং

বাংলাদেশে পণ্য সংযোজনের জন্য কারখানা স্থাপন করবে বিশ্বের অন্য প্রভাবশালী ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাং।

শুক্রবার ভারতের অন্ধ্র প্রদেশের হায়দারাবাদ কনভেশন সেন্টারে ‘স্যামসাং ফোরাম ২০১৩’ এ তথ্য জানান কোম্পানিটির বাংলাদেশ প্রধান চুন সু মুন।
তিনি জানান, সরকারের সহায়তা পাওয়া গেলে ভবিষ্যতে স্যামসাং পণ্য বাংলাদেশে উৎপাদনের জন্যও কারখানা স্থাপনেরও করতে পারে কোম্পানি কর্তৃপক্ষ।
মুন বলেন, নতুন মডেলের রঙ্গিন টেলিভিশন সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশে তাদের সংযোজন (এসেম্বলিং) শিল্পের যাত্রা শুরু হচ্ছে আগামী মে মাসেই।
তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে যেকোনো সময় বাংলাদেশে স্যামসাং পণ্য উৎপাদনের কারখানা স্থাপনের উদ্দেশ্যে আমরা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবো।”
দুইদিনব্যাপী স্যামসাং ফোরাম এর সম্মেলনে এস-৯ নামে ৮৫ ইঞ্চি ‘স্মার্ট’ রঙ্গিন টেলিভিশনসহ উচ্চ প্রযুক্তির টেলিভিশন, ফোনসেট, কম্পিউটারসহ ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক পণ্য আনার তথ্য তুলে ধরেন স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বিডি পার্ক।
দুইদিনব্যাপী সম্মেলনের শেষদিনে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বছরের বিভিন্ন সময়ে এসব পণ্য বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
নতুন পণ্য উপস্থাপনের সময় বিডি পার্ক বলেন, গুণগত মান বজায় রাখার কারণে স্যামসাং বিশ্বের অন্যতম প্রধান ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের চাহিদা বিবেচনা করে গবেষণা ও উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করছে।
স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট মুহেশ কৃষ্ণান জানান, ২০১৫ সালের মধ্যে স্যামসাং বিশ্বের শীর্ষ হোম অ্যাপ্ল্যায়েন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। তারই অংশ হিসেবে অধ্যাধুনিক রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন বাজার ছাড়ার ঘোষনা দেন তিনি।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপক জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের অত্যাধুনিক পণ্যের বিপুল চাহিদা রয়েছে।
বাংলাদেশ স্যামসাংয়ের জন্য খুবই সম্ভাবনাময় বাজার উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট ফোন ও কম্পিউটারের বাজারে বাংলাদেশে স্যামসাংয়ের অবস্থান শীর্ষে।

Source: Internet
Abu Kalam Shamsuddin
MTCA
DIU
« Last Edit: March 04, 2013, 06:36:18 PM by Badshah Mamun »

Offline murshida

  • Hero Member
  • *****
  • Posts: 1163
  • Test
    • View Profile
Re: Samsung & Bangladesh
« Reply #1 on: March 06, 2013, 02:34:52 PM »
service quality fantastic :D

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
Re: Samsung & Bangladesh
« Reply #2 on: March 08, 2013, 12:19:39 AM »
Yes! I agree with you.