বিজ্ঞাপন ছাড়া ওয়েবব্র্রাউজ করুন

Author Topic: বিজ্ঞাপন ছাড়া ওয়েবব্র্রাউজ করুন  (Read 1087 times)

Offline kaziarif

  • Newbie
  • *
  • Posts: 11
    • View Profile

>বিজ্ঞাপন ছাড়া ওয়েবব্র্রাউজ করুন


ওয়েব সাইটে ব্রাউজ করতে গেলে বিজ্ঞাপনের জন্য বেশ বিরক্তিকর লাগে, আবার কিছু কিছু বিজ্ঞাপন বেশ আপত্তিকরও বটে। এছাড়াও এসব বিজ্ঞাপনের জন্য পেজ লোড হতে তুলনামূলকভাবে বেশী সময় লাগে। তবে আপনি চাইলে আপনার ব্রাউজারে এধরনের বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ করে রাখতে পারেন একটি এ্যাডঅন্স ব্যবহার করে। Ad Sweep নামের এই এ্যাডঅন্সটি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারি ওয়েব ব্রাউজার সমর্থন করে। Ad Sweep মূলত একটি ইউজার স্ক্রিপ্ট যা CSS বেসড বিজ্ঞাপনগুলো (গুগল, ইয়াহু বা এধরনের) রোধ করতে পারে। এ্যাডঅন্সটি ইনস্টল করার জন্য www.adsweep.org. সাইটে গিয়ে আপনার ব্রাউজারের উপযোগী এ্যাডঅন্সটি (User script) ডাউনলোড করে বর্ণনা মতো কনফিগার করে নিন। এরপরে ব্রাউজ করে দেখুন বিজ্ঞাপনগুলো আসছে না।

Kazi Md. Arifur Rahman
IT Assistant
Daffodil International University
Uttara Campus