এক্সরের বিকল্প ওয়াই-ভাই

Author Topic: এক্সরের বিকল্প ওয়াই-ভাই  (Read 935 times)

Offline Zahir_ETE

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Always beleive in Yourself
    • View Profile
ওয়াই-ফাই সিগনালের সাহায্যে এখন দেয়াল বা অন্যকোনো প্রতিবন্ধকতার আড়ালে নড়াচড়া ধরা যাবে।

এতদিন এক্স-রে স্ক্যানার বা টেরাহার্টজ ক্যামেরার সাহায্যে লুকানো জিনিস বের করার প্রযুক্তি ছিল। ওয়াই-ফাই সিগনালের সাহায্যেও এখন দেয়াল বা অন্য কোনো প্রতিবন্ধকতার আড়ালে নড়াচড়া ধরা যাবে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াই-ফাই সিগনালের এ নতুন প্রক্রিয়াটি বের করেছেন এমআইটি গবেষকরা।প্রক্রিয়াটি খুবই সহজ বলে জানিয়েছেন গবেষকরা। এতে দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার যন্ত্রের প্রয়োজন পড়বে। একটি টান্সমিটার থেকে অপর ট্রান্সমিটার ১৮০ ডিগ্রি কোণে সিগনাল প্রেরণ করতে থাকবে। দুটি ট্রান্সমিটার একে অপরের সিগনাল পেতে থাকলে রিসিভারে কিছুই ধরা পড়বে না। কিন্তু সিগনাল বাধা পেলে তা তাৎক্ষণিক রিসিভারে ধরা পড়বে।এমআইটির ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ডিনা কাটাবি এবং তার ছাত্র ফেদেল আদিব এই ওয়াই-ফাই প্রক্রিয়াটি আবিষ্কার করেন। নতুন এ প্রযুক্তিটিকে ‘ওয়াই-ভাই’ নাম দিয়েছেন আবিষ্কারকেরা। অগাস্ট মাসে হংকং সিগকম কনফারেন্সে নতুন এ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করবেন আবিষ্কারকদ্বয়।
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University