Banglalink getting ready for 3G

Author Topic: Banglalink getting ready for 3G  (Read 1120 times)

Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1173
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile
Banglalink getting ready for 3G
« on: August 30, 2013, 10:41:43 AM »


দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা বাংলালিংক বৃহস্পতিবার আসন্ন তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ বরাদ্দের নিলামে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ২৯ আগস্ট বাংলালিংক আর্নেস্ট মানি বা জামানতের টাকাও জমা দিয়েছে। আনুষ্ঠানিকভাবে নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা ঘোষণা করেছে। নিলামে প্রক্রিয়ায় অংশ নেওয়ার মাধ্যমে বাংলালিংক এদেশে থ্রিজি বা তৃতীয় প্রজন্মের প্রযুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় সামিল হয়েছে। এ ছাড়াও বিপুলসংখ্যক গ্রাহক ও জনগণের প্রতি তার দৃঢ় সংকল্প ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এখনও এক্ষেত্রে সিম রিপ্লেসমেন্ট কিছু বিষয় রয়ে গেছে। এগুলোর নিষ্পত্তিতে সরকার ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এ বিষয়ে আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সমাধানে সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছে বাংলালিংক। এ সুবাদে বাংলালিংক নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে আর্নেস্ট মানি বা জমানাতের টাকা জমা দিয়েছে। বাংলালিংক আশা করছে নিলাম প্রক্রিয়ার সব বিষয়গুলোর মীমাংসা হবে এবং বাংলাদেশে সাবলীলভাবেই থ্রিজি প্রযুক্তির সম্প্রসারণ হবে।

বাংলাদেশে মোবাইল ফোন প্রযুক্তির পরের ধাপ থ্রিজি প্রযুক্তি বাস্তবায়নের অভিযাত্রায় শরিক হতে পেরে বাংলালিংক গর্বিত। ফলে এ দেশের মোবাইল ফোন গ্রাহকেরা উচ্চ গতিসম্পন্ন ডেটা সংযোগের সুবিধা উপভোগের দুর্দান্ত সুযোগ পাবেন। এতে বাংলাদেশের সামনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের দারুণ সব সুযোগ আসবে। শুরু থেকেই এ দেশের বাজারের প্রতি বাংলালিংকের আছে চমৎকার সেবা প্রদানের অবিচল প্রতিশ্রুতি। ভিম্পেলকমের গ্রুপ সিইও বাংলাদেশের মোবাইল ফোন জগতে সর্বাত্মক সেবা প্রদানের মাধ্যমে বাংলালিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দিয়েছেন।

এ উদ্দেশ্য বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, থ্রিজি তরঙ্গ নিলামে অংশ নেওয়াটা আমাদের জন্য সত্যিকার অর্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ দেশের মোবাইল ফোনের বাজারে বাংলালিংক সব সময়ই একটি বড় চ্যালেঞ্জার এবং দিনবদলের পথিকৃৎ।

থ্রিজি তরঙ্গ নিলামে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের পরের প্রজন্মের প্রযুক্তি উপহার দিতে আরও একবার আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটিয়েছি। আমাদের উন্নততর গ্রাহকসেবা দেওয়ার নিরলস প্রচেষ্টাকে অধিকতর বেগবান করতেই থ্রিজি সেবাকে নিশ্চিত করবে বাংলালিংক।

এ মুহূর্তে বাংলালিংক দু কোটি ৭০ লাখ গ্রাহক নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU