পবিত্র কুরআনের সুরা বাংলায় অনুবাদ

Author Topic: পবিত্র কুরআনের সুরা বাংলায় অনুবাদ  (Read 1240 times)

Offline ehsan217

  • Full Member
  • ***
  • Posts: 116
  • Test
    • View Profile

"আর স্মরণ করো, যখন
আমি ফেরেশতাদের বললাম,
আদমকে সিজদা করো, তখন সবাই
সিজদা করলো কিন্তু ইবলীস করলো না৷
সে বললো,
“আমি কি তাকে সিজদা করবো যাকে তুমি
বানিয়েছো মাটি দিয়ে ?

তারপর সে বললো,
দেখোতো ভালো করে, তুমি যে একে আমার
ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছো, এ কি এর যোগ্য
ছিল ? যদি তুমি আমাকে কিয়ামতের দিন
পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি তার সমস্ত
সন্তান সন্ততির মূলোচ্ছেদ করে দেবো,
মাত্র সামান্য কজনই আমার হাত
থেকে নিস্তার পাবে৷

আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যাও,
এদের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ
করবে তুমিসহ তাদের সবার জন্য জাহান্নামই
হবে পূর্ণ প্রতিদান৷

তুমি যাকে যাকে পারো তোমার দাওয়াতের
মাধ্যমে পদস্খলিত করো,তাদের ওপর
অশ্বারোহী ও পদাতিক বাহিনীর আক্রমণ
চালাও, ধন-সম্পদে ও সন্তান-
সন্ততিতে তাদের সাথে শরীক হয়ে যাও
এবং তাদেরকে প্রতিশ্রুতির
জালে আটকে ফেলো, আর শয়তানের
প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া আর কিছুই নয়,

নিশ্চিতভাবেই আমার বান্দাদের ওপর
তোমার কোনো কর্তৃত্ব অর্জিত হবে না,
এবং ভরসা করার জন্য তোমার রবই যথেষ্ট৷"

[পবিত্র কুরআন » সূরা আল- ইসরা ৬১-৬৫]