Super FAQ of IELTS

Author Topic: Super FAQ of IELTS  (Read 2549 times)

Offline hasanmahmud

  • Jr. Member
  • **
  • Posts: 84
  • Software Engineer/ Software Quality Assurance Eng.
    • View Profile
Super FAQ of IELTS
« on: March 26, 2014, 06:25:17 PM »
This article is compiled by Saifur Rahman

IELTS হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। এর পূর্ণরূপ হচ্ছে InternationalEnglish Language Testing System (IELTS). যে কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, শিক্ষাগত যোগ্যতারও কোনো প্রয়োজন নেই।যাঁরা পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা বা কাজ করতে যেতে চান, ইংরেজি ভাষার ওপর তাঁদের দক্ষতা প্রমাণের জন্য IELTS পরীক্ষা দিতে পারেন। এতে সেখানে তাঁদের গ্রহণযোগ্যতা বাড়ে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডসহ পৃথিবীর আরও অনেক দেশে পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য যেতে চাইলে আপনার প্রয়োজন হবে IELTSস্কোরের। আগে শুধু ইউরোপের দেশগুলোতে IELTSস্কোর গ্রহণ করা হতো। তবে এখন যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং কানাডার অনেক বিশ্ববিদ্যালয় IELTSস্কোর গ্রহণ করে থাকে।

IELTS এর মেয়াদ কতদিন থাকে?
আপনার পরীক্ষার দিন হতে দুই বছর IELTSএর মেয়াদ থাকে।

Academic Module এবং General Module কি? এদের মধ্যে পার্থক্য কি?
আপনি যদি স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে বিদেশে পড়াশোনা করতে চান তাহলে আপনার জন্য AcademicModule। আপনি যদি কারিগরি বিষয় বা প্রশিক্ষণে ভর্তি হতে চান অথবা ইমিগ্রেশনের জন্য যেতে চান তাহলে আপনার জন্য GeneralModule।
(যদি কনফিউশনে ভোগেন তাহলে IELTSপরীক্ষা দেওয়ার আগে জেনে নিবেন কোনো মডিউলে পরীক্ষা দিতে হবে।)IELTSপরীক্ষায় দুই ধরনের মডিউলেই Listening,Reading, Writing & Speaking—এই চারটি অংশ থাকে।

IELTS পরীক্ষার রেজিস্ট্রেশান ফী কত?
রেজিস্ট্রেশান ফী ১৩৮০০ টাকা। (জানুয়ারী ২০১৪ থেকে সক্রিয় হচ্ছে নতুন এই রেজিস্ট্রেশান ফী)

IELTS পরীক্ষার রেজিস্ট্রেশান কি অনলাইনে করা যায়?
হ্যাঁ,British Council এ অনলাইনে করা যায় কিন্তু IDPতে অনলাইনে করা যায় না।
এখান থেকে রেজিস্ট্রেশান করুন https://ielts.britishcouncil.org/bangladesh
কিভাবে পেমেন্ট করবেন এইখান থেকে জেনে নিন
http://www.britishcouncil.org/bangladesh-exams-ielts-how-to-register.htm

IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশান করতে কি কি লাগবে?

১। আপনার বৈধ পাসপোর্ট এর ফটোকপি।

২. সাম্প্রতিক তোলা দুইটা পাসপোর্ট সাইজ ছবি।

৩. ১৩৮০০ টাকা

IELTS পরীক্ষার জন্য কি পাসপোর্ট জরুরী?

হ্যাঁ, পাসপোর্ট ছাড়া IELTSপরীক্ষা দেয়া যাবে না। IELTSপরীক্ষায় পাসপোর্টই আপনার একমাত্র পরিচয়।


কোন কোন প্রতিষ্ঠান IELTSএকসেপ্ট করে?
সারা বিশ্বের প্রায় ৭,০০০ এর বেশি প্রতিষ্ঠান IELTSএকসেপ্ট করে। নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান চেক করতে চাইলে http://bandscore.ielts.org/এখান থেকে চেক করতে পারেন।

পরীক্ষার দিনে কি কি সাথে নিয়ে যাইতে পারবো?
অবশ্যই পাসপোর্ট নিয়ে যাইতে হবে, পেন্সিল নিয়ে যাইতে পারেন(আপনাকে পরীক্ষা সেন্টার থেকে পেঞ্চিল,ইরেসার এবং শারপনার দেয়া হবে।) অবশ্যই ঘড়ি নিয়ে যাবেন যা আপনাকে অনেক সাহায্য করবে। আর কোন কিছু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাইতে দিবে না।

IELTS পরীক্ষা কি একদিনে শেষ হবে?
না,IELTS পরীক্ষা দুই দিনে হয়। একদিন আপনার Speakingহবে এবং আরেকদিন Listening,Reading,Writing হবে। সচরাচর Speakingtest দুই থেকে চার দিন আগে হয়ে যায়।

আমার যদি পরীক্ষার সেন্টার পৌছতে দেরি হয়(বিশেষ কোন কারণে, যেমন পরিবহণ ধর্মঘট) তাহলে কি করবো?
পরীক্ষা কেন্দ্র হয়তো পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে।

Listening, Reading and Writing এ কোন অংশ আগে পরীক্ষা হবে?
সচরাচর প্রথমে Listening, দ্বিতীয় Reading এবং শেষে Writingহয়। এটা পরীক্ষা কেন্দ্রের উপর নির্ভর করে। কখনো যদি টেকনিকেল সমস্যা থাকে তাহলে সিরিয়াল ভঙ্গ হইতে পারে। আর speaking test কয়েকদিন আগে হয়ে যাবে। আপনাকে sms এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।

IELTS রেসাল্ট প্রকাশ করতে কত দিন লাগে এবং কিভাবে জানবো?
আপনার পরীক্ষার ১৩ দিন পর আপনার রেসাল্ট পেয়ে যাবেন। এই এড্রেস এ চেক করতে পারবেন http://www.britishcouncil.org/bangladesh অথবা smsএর মধ্যমে জানতে পারবেন এইভাবে IELTSCANDIDATENUMBERPASSPORT NUMBER লিখে পাঠিয়ে দিন 7474 নাম্বারে।
রেসাল্ট প্রকাশের পরের দিন ব্রিটিশ কাউন্সিলের অফিস থেকে আপনার IELTSকপি সংগ্রহ করতে পারবেন।
 
Ielts এ কোন ধরণের Accent ব্যাবহার করতে হবে?
আপনি Britishএবং Americanদুই ধরণের Accent ব্যাবহার করতে পারবেন। রাইটিং এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।

Listening টেস্ট এর টেপে কি কোন instruction দেয়া হয় এবং সময় দেয়া হয়?
হাঁ, প্রথম দিকে আপনাকে ইন্সট্রাকশন দেয়া হবে এবং একটা স্যাম্পল আনসার করে দেয়া থাকবে।তারপর আপনাকে বলবে সেকশন ১ শোনার জন্য এবং উত্তর দেয়ার জন্য এবং এভাবে আপনাকে বাকি সেকশান গুলোতেও ইন্সট্রাকশন দেয়া হবে। আপনি দশ মিনিট সময় পাবেন উত্তরপত্রে আপনার উত্তর লিখার জন্য(মনে রাখবেন রিডিং এ আপনি এই সুযোগ পাবেন না)।

Reading সেকশানে কি উত্তরপত্রে উত্তর উঠানোর সময় পাব (লিসেনিং এ যেমন ১০ মিনিট পাওয়া যায়)?
না, আপনাকে reading এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে, উত্তরপত্রে উঠানো সহ এক ঘণ্টা।

Listening এবং Reading এ কি কলম ব্যাবহার করতে পারব?
না, আপনাকে সম্পূর্ণ পরীক্ষা পেন্সিলের মাধ্যমে দিতে হবে। উত্তরপত্র কম্পিউটারের মাধ্যমে দেখা হয় যা কলমের লেখা পড়তে পারে না।

আমি কি Listeningএবং Reading এর প্রশ্নপত্রে নোট লিখতে পারব?
হ্যাঁ পারবেন। পরীক্ষক আপনার প্রশ্নপত্র দেখবে না।

Speaking Test এর জন্য কি লাগবে?
আপনাকে শুধু পাসপোর্ট নিয়ে যেতে হবে। পরীক্ষা কক্ষে প্রবেশ এর আগে আপনার পাসপোর্ট চেক করা হবে এবং আপনার ক্যান্ডিডেট নম্বর মনে রাখতে হবে।

কত দিন পর পুনরায় IELTSদিতে পারবো?
এটার কোন লিমিট নাই কিন্তু প্রস্তুতি নিয়ে পুনরায় পরীক্ষা দেয়া ভাল, এটা আইইএলটিএস অথরিটি সাজেস্ট করে।
 
GRE সহজ না IELTSসহজ (তুলনামুলকভাবে)?
অবশ্যই IELTSসহজ কিন্তু GREএবং IELTSসম্পূর্ণ আলাদা দুইটা পরীক্ষা। এই দুইটাকে একসাথে তুলনা করার কোন সুযোগ নাই। আপনি GREএর প্রস্তুতি নিলে IELTSআপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।

IELTS এবং TOEFLএর মধ্যে কোনটা ভালো?
বিস্তারিত এই লিঙ্ক এ পাবেন।
https://www.facebook.com/notes/higherstudyabroad-bangladesh-chapter/differences-between-ielts-and-toefl/579988198729532

USA এর ইউনিভার্সিটি কি IELTSগ্রহন করে?
হ্যাঁ,USA এর অনেক ইউনিভার্সিটি এখন IELTSগ্রহন করে।
এই লিস্টে আপনি পাবেন USAএর কোন কোন ইউনিভার্সিটি IELTSগ্রহন করে।
http://www.ielts.org/pdf/USA_Recognition_List.pdf

IELTS এর জন্য কিভাবে প্রস্ততি নিবো?
আপনি এই লিঙ্ক এ বিস্তারিত পাবেন।
http://www.higherstudyabroad.com/tests/ielts/ielts-prep/ielts-preparation-strategy/
HSA presents Free IELTS Online Course 
http://www.higherstudyabroad.com/ielts-course/class-1/

IELTS এর পরীক্ষা দিনের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন?
খুবই মজা করে লেখা এই লেখাটি পড়ুন।
http://www.higherstudyabroad.com/tests/ielts/ielts-experiences/ielts-পরীক্ষার-দিনের-অভিজ্ঞতা/

IELTS এর বই ডাউনলোড লিঙ্ক?
এইখানে আপনি বই এর ডাউনলোড লিঙ্ক পাবেন।
https://www.facebook.com/groups/HigherStudyAbroad/doc/394614180600269/

এইখানে নিজে নিজে প্রস্তুতির জন্য কিছু অনলাইন লিঙ্ক
https://www.facebook.com/groups/HigherStudyAbroad/doc/330075723720782/

IELTS পরীক্ষার রেসাল্ট কি সেন্টার এর উপর নির্ভর করে? (IDP তে মার্ক বেশী পাওয়া যায় BRITISHCouncil এ কম এরকম কিছু)
না, পরীক্ষার রেসাল্ট সেন্টার এর উপর নির্ভর করে না। IELTSএর পরীক্ষকগন সবাই অভিজ্ঞতা সম্পন্ন এবং একই প্যারামিটার এর উপর নাম্বার দেয়া হয়।সুতরাং আপনি নিশ্চিন্তে যে কোন সেন্টার এ রেজিস্ট্রেশান করতে পারেন।


What is the minimum score of IELTS for USA university ?
Answer: 6.5 is required in most universities as minimum score but 7 is riskless.

Can anybody give me the idea regarding the Procedure to send official Ielts Score to universities ??

Answer : You can send it directly from British Council.Take the photocopy ofyour IELTS result and take the address of the university you are planning tosend your result.You have to fill up a form and can send it by regular mail orExpress (DHL, Fedex.....etc). For regular you don't need to pay which may takearound a month but u have to pay for express which will take only 3 businessdays.The cost is now TK3000 (Previously TK2500). Please re-check whether yourresults have reached to your destined university. Sometimes it goes after thedeadline, so please check either it goes within deadline.

Which one is better for IELTS British Council or IDP?

As far as i know IDP and British Council are same.IELTSmaintain a standard so don't bother about exam center.There is a chance ofgetting foreign examiner in your speaking test in BC(there is a saying,foreignexaminer give good mark on speaking test).

Everyone have their own experience so if you ask 15 people 7will be with BC,6 will be with IDP OR 7 will be with IDP, 6 will be with BC.Atthe end it will confused you, just choose one.
Don't be confused with exam center.



Source : Internet (HSA)
S M Hasan Mahmud
BSc and Msc in Software Engineering
Lecturer, SWE, Daffodil International University, Bangladesh

Offline shimul.ns

  • Newbie
  • *
  • Posts: 16
  • Test
    • View Profile
Re: Super FAQ of IELTS
« Reply #1 on: March 30, 2014, 06:52:24 PM »
Very Effective. Thank you.

Offline ABM Nazmul Islam

  • Sr. Member
  • ****
  • Posts: 386
  • Test
    • View Profile
Re: Super FAQ of IELTS
« Reply #2 on: June 03, 2014, 03:46:03 PM »
I am grateful for  your generosity.
ABM Nazmul Islam

Lecturer
Dept. of Natural Science
Daffodil Int. University, Dhaka, Bangladesh

Offline kwnafi

  • Full Member
  • ***
  • Posts: 190
  • Never loose your hope, success will come
    • View Profile
Re: Super FAQ of IELTS
« Reply #3 on: July 16, 2014, 08:55:30 PM »
Great Post
Kawser Wazed Nafi
Lecturer, CSE department
Daffodil International University
nafi.cse@daffodilvarsity.edu.bd

Offline fatema nusrat chowdhury

  • Sr. Member
  • ****
  • Posts: 313
    • View Profile
Re: Super FAQ of IELTS
« Reply #4 on: July 22, 2014, 10:33:46 AM »
Very useful. Thank you.