বিশ্বাসে জনপ্রিয় '৭'

Author Topic: বিশ্বাসে জনপ্রিয় '৭'  (Read 744 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
বিশ্বাসে জনপ্রিয় '৭'
« on: April 12, 2014, 02:41:02 PM »
কথায় কথায় বলা হয় ‘লাকি সেভেন’। বিশ্বজুড়েই জনপ্রিয় সংখ্যা ‘৭’। সাম্প্রতিক এক গবেষণায়ও সংখ্যাটির জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেছে। গাণিতিকভাবে মৌলিক শ্রেণীভুক্ত এই সংখ্যা কেন জনপ্রিয়, সেটা নিয়ে ডেইলি মেইলে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। প্রতিবেদনটিতে তুলে ধরা হয় ‘৭’ সংখ্যাটির সঙ্গে বিভিন্ন বিশ্বাসের সম্পর্ক। যেমন-  চীনা ভাষায় সাতের উচ্চারণটি এমন, যেটি শুনতে অন্য চীনা শব্দ ‘উত্থান’ ও ‘জীবন’-এর মতো। এ ছাড়া আছে বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য, মহাবিশ্বের সাত স্তর, সাতটি মারাত্মক পাপ, সাতটি মৌলিক সুর। আছে বিভিন্ন ধর্মবিশ্বাস অনুসারে ‘৭’-এর ভিন্ন ভিন্ন গুরুত্ব। গৌতম বুদ্ধ জন্ম নেওয়ার পর তাঁর সাত পা ফেলা, খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুসারে সৃষ্টির ছয়টি রশ্মির কেন্দ্রে অবস্থিত সপ্তম রশ্মিটি দ্বারা সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব, ইহুদি ধর্ম মতে বুদ্ধিমত্তার প্রতীক সাত- এমনই নানা কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ‘৭’।
ব্রিটিশ লেখক অ্যালেক্স বেলোস সম্প্রতি ৪৪ হাজার মানুষের ওপর এক জরিপ চালান। এতে তিনি দেখেন, ‘৭’-এর প্রতি দুর্বল মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি বলেন, ‘মানব ইতিহাসজুড়েই সাতের প্রতি এই দুর্বলতার কারণ কখনো জানা যাবে না। তবে আমার মতে, সংখ্যাগত দিক থেকে এর অসাধারণত্বের কারণেই এই দুর্বলতা।’ না বললেই নয়, এক থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো দুই ভাগ করলে দেখা যায়, শেষ ভাগে থাকা ‘৭’ হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা।
বেলোসের গবেষণা অনুসারে জনপ্রিয়তায় ‘৭’-এর পরেই আছে যথাক্রমে ‘৩’ ও ‘৮’। এসব সংখ্যার সঙ্গেও বিভিন্ন ধর্মবিশ্বাসের গভীর সম্পর্ক আছে। সূত্র : ডেইলি মেইল।

Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar