Mozilla smartphone

Author Topic: Mozilla smartphone  (Read 1104 times)

Offline khairulsagir

  • Full Member
  • ***
  • Posts: 142
  • Test
    • View Profile
Mozilla smartphone
« on: August 27, 2014, 10:50:02 AM »
মজিলা ফায়ারফক্স অপারেটিং সিস্টেমচালিত কম দামি স্মার্টফোন বাজারে এসেছে। ভারতে নতুন এ স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স নির্মাতাপ্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স ওএস চালিত এ স্মার্টফোন পাওয়া যাচ্ছে এক হাজার ৯৯৯ রুপিতে। ভারতের স্ন্যাপডিল নামের ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে এ স্মার্টফোনের। দ্য ইন্টেক্স ক্লাউড এফএক্সের এ স্মার্টফোন এশিয়ার মধ্যে সবচেয়ে কম দামি স্মার্টফোন। এক বিবৃতিতে মজিলা জানিয়েছে, এশিয়ায় কম দামে উন্নত সুবিধার স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে পৌঁছাতেই মজিলার এমন উদ্যোগ। মজিলার প্রেসিডেন্ট লিং গং জানান, ‘এশিয়া এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে আশা করছি, এ স্মার্টফোনটি জনপ্রিয়তা পাবে।’ দুই সিম ব্যবহারের সুবিধাসংবলিত এ ফোনে থাকছে ৪ গিগাবাইট জায়গা, ব্লুটুথ, ওয়াই-ফাই সুবিধা। এ ছাড়া এ ফোনে অ্যাপ স্টোরে ফেসবুক, টুইটার, উইকিপিডিয়াসহ প্রয়োজনীয় নানা ধরনের অ্যাপও পাওয়া যাবে। ভারতের হিন্দি, তামিলসহ একাধিক ভাষায় এ ফোন ব্যবহার করা যাবে।
ভারতের পাশাপাশি খুব শিগগির বাংলাদেশেও ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গেছে। ভারতে দ্বিতীয় প্রজন্মের টুজি সুবিধার ফোন এলেও বাংলাদেশে আসছে থ্রিজি সুবিধার স্মার্টফোন। সে ক্ষেত্রে বাংলাদেশে দামের কিছুটা তারতম্য হতে পারে। সম্পূর্ণ বাংলা ভাষায় ব্যবহারের সুবিধাসহ বিল্ট-ইন বাংলা কি-বোর্ডযুক্ত এ স্মার্টফোনের দামও কম হবে বলে জানা গেছে।
—বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী


http://paimages.prothom-alo.com/contents/cache/images/350x0x1/uploads/media/2014/08/26/2cfef992705c45d9ef601f845009a0a2-1.jpg

Source: www.prothom-alo.com