মানুষটি গভীরভাবে আপনার প্রেমে পড়েছে যে লক্ষণগুলো বলে দেবে!

Author Topic: মানুষটি গভীরভাবে আপনার প্রেমে পড়েছে যে লক্ষণগুলো বলে দেবে!  (Read 948 times)

Offline Rozina Akter

  • Hero Member
  • *****
  • Posts: 887
  • Test
    • View Profile
তিনি নিয়মিত আপনার সাথে যোগাযোগ রেখে যাবেন

একদিন কথা বলে ৫/৬ দিন খোঁজই রাখলেন না, এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করবেন না। যিনি আপনাকে পছন্দ করেন তিনি প্রতিদিনই আপনার সাথে কথা বলতে চাইবেন। আপনার সাথে নিয়মিত যোগাযোগের চেষ্টা করে যাবেন।

তিনি আপনার প্রতিদিনের খোঁজ রাখবেন

যদি সারাদিনে খুব বেশি সময় না পান তবে অন্তত রাতে একটিবার যোগাযোগ করে জানতে চাইবেন আপনি পুরো দিনে কী কী করেছেন। তিনি আপনার প্রতিদিনের রুটিনের সাথে পরিচিত হতে চাইবেন।

তিনি আপনার সব পছন্দ-পছন্দের কথা মাথায় মাথা রাখবেন

আপনি কী পছন্দ করেন কী পছন্দ করেন না, আপনার কোন কোন জিনিসের প্রতি আকর্ষণ রয়েছে এই সবই তার বলতে গেলে মুখস্থ থাকবে। এবং তিনি চাইবেন তা আপনার কাছে প্রকাশ পাক এবং আপনি তার পছন্দ সম্পর্কে জানুন।

তিনি তার বন্ধু ও পরিবারের সাথে আপনাকে পরিচয় করাতে চাইবেন

তিনি সব সময়েই কোনো না কোনো বাহানায় তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চাইবেন। তিনি চাইবেন আপনি তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকুন, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়।

তিনি আপনার কথা ও সময়ের মূল্য বুঝবেন

আপনি যদি কোনো সময় তার ফোন ধরতে না পারেন বা তার সাথে দেখা করতে না পারেন তাহলে তিনি ইগো ধরে নিয়ে বসে থাকবেন না। বরং তিনি আপনার সময়ের সাথে নিজের সময়ে মিলিয়ে নেয়ার চেষ্টা করবেন। এবং আপনার অনুযায়ী কথা বলা বা দেখা করার ইচ্ছা প্রকাশ করবেন।

তিনি আপনার জন্য সময় বের করে নেবেন

যতো ব্যস্ততাই থাকুক না কেন নিজের ব্যস্ততার মধ্যে থেকেও তিনি আপনার জন্য সময় বের করে নেবেন। তিনি আর কিছু না পারুক আপনার খোঁজ খবর রাখার জন্য হলেও সময় বের করে নেবেন। আপনার সময়ের সাথে মিলিয়ে নিজের ব্যস্ততা দূর করে আপনার সাথে দেখা করতে চলে আসবেন।

তিনি আপনার কথা শুনতে চাইবেন

তিনি আপনার কাছে নিজেকে একজন ভালো শ্রোতা হিসেবে উপস্থাপন করবেন। তিনি সব সময় চাইবেন আপনি তাকে আপনার কথাগুলো বলুন। আপনি সব কিছু তার সাথে শেয়ার করলে তিনি আপনার সম্পর্কে ভালো মতো বুঝে উঠতে পারবেন।

তিনি আপনার কাছে খুব ভালো একজন মানুষ হিসেবে উপস্থিত থাকতে চাইবেন

তিনি নিজেকে অনেক ভালো মানুষ হিসেবে আপনার সামনে উপস্থাপন করতে চাইবেন। এটি আপনাকে আকর্ষণ করার মূল পন্থা। তিনি চাইবেন আপনি তাকে খুব ভালো মানুষ জেনেই তার প্রতি দুর্বল হন।

আপনার পছন্দ অনুযায়ী তৈরি হবেন

আপনি তাকে যেমন লুকে দেখতে চান আপনাদের দেখা হওয়ার সম্য তিনি সেভাবেই আপনার সামনে আসতে চাইবেন। তিনি বুঝাতে চাইবেন তার কাছে আপনার কথার মূল্য অনেক।

প্রথম দেখা হওয়ার দিনই ২য় দেখা হওয়ার সময় স্থান ঠিক করতে চাইবেন

তিনি আপনার সাথে নিয়মিত দেখা হওয়ার বাহানা খুঁজবেন। তিনি চাইবেন আপনি তার সাথে সময় কাটান। একদিন ডেটে গেলে পরে আর কোন দিনে ডেটে যাওয়া যায় তা নিয়ে কথা বলে দিনক্ষণ ঠিক করতে চাইবেন।
Rozina Akter
Assistant Professor
Department Of Business Administration