২২ ও ২৩ ডিসেম্বর তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন

Author Topic: ২২ ও ২৩ ডিসেম্বর তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন  (Read 668 times)

Offline diljeb

  • Full Member
  • ***
  • Posts: 164
    • View Profile
আগামী ২২ ও ২৩ ডিসেম্বর আয়োজন করা হয়েছে ‘কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিসিআইটি) ২০১৪’। বাংলাদেশে এটিই তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। ১৭তম আসর এবার হবে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী প্রাঙ্গণে।
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘আমাদের দেশে অনেক সম্মেলন ও কর্মশালা হলেও তাদের উদ্ভাবনগুলোর স্বত্ব রক্ষা না করায় তা বাস্তবায়ন করা হচ্ছে না। পরে সবাই ভুলেও যাচ্ছে। এবারের সম্মেলনটি হবে সম্পূর্ণ ব্যতিক্রম।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআইইউর উপাচার্য লুৎফর রহমান, সহ-উপাচার্য গোলাম রহমান, ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন এস এম মাহবুব-উল-হক মজুমদার এবং কম্পিউটার কৌশল বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আকতার হোসেন।
এ বছর সম্মেলনে উপস্থাপনের জন্য ২৮টি দেশ থেকে সর্বমোট ৩৬৭টি মৌলিক গবেষণাপত্র জমা পড়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেট ডর্টমাউথের প্রভোস্ট ও নির্বাহী উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ আতাউল করিমের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০০ জন নিরীক্ষক এই গবেষণাপত্রগুলো পুনর্নিরীক্ষণ করে এবারের সম্মেলনে মৌখিক উপস্থাপনার জন্য ১০০টি গবেষণাপত্র নির্বাচিত করেছেন। এর মধ্যে ৮৪টি গবেষণাপত্রই বাংলাদেশি গবেষকদের বলে জানা গেছে।
এ সম্মেলনের পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে সংবাদ সম্মেলনে জানান, ‘দেশ এগিয়ে যেতে পারে, সে দেশের মানুষ এগিয়ে যাতে পারে, যদি তাদের উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
সম্মেলনটির কারিগরি সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারস (আইইইই)।
সহযোগী হিসেবে আছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যযোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ভারতের এমিটি ইউনিভার্সিটি, কলিং ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, বেসিস, বাংলাদেশ কম্পিউটার সমিতি, সিটিও ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ ইলেকট্রনিকস সোসাইটি ও বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি।

Source: http://www.prothom-alo.com/technology/article/385117/%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%93-%E0%A7%A8%E0%A7%A9-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95

Offline ayasha.hamid12

  • Sr. Member
  • ****
  • Posts: 372
  • Test
    • View Profile