গুটেনবার্গ ও পেরিস্কোপ

Author Topic: গুটেনবার্গ ও পেরিস্কোপ  (Read 1166 times)

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile
গুটেনবার্গ ও পেরিস্কোপ
« on: January 22, 2015, 11:00:42 AM »
প্রিন্টিং প্রেসের আবিষ্কারক জোহান গুটেনবার্গ ১৪৩০ সালে প্রথম পেরিস্কোপ আবিষ্কার করেন। ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হওয়া অনুসারীদের ভিড় এড়িয়ে উৎসব দেখার জন্যই এ যন্ত্রের কথা তার প্রথম মাথায় আসে। পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা আরও উন্নত মানের পেরিস্কোপ আবিষ্কার করেন।
ইংরেজিতে ‘জেড’ আকৃতি নলের দুই কোনায় দুটি আয়না পরস্পরের মুখোমুখি ৪৫ ডিগ্রি কোনে বসিয়ে বানানো হয় সবচেয়ে সরল পেরিস্কোপ। আলো যে কোনে আয়নায় পরে সে কোনেই প্রতিফলিত হয়। আর একই বস্তুর দু-বার প্রতিফলন হওয়াতে দর্শকের চোখে ধরা পরে হুবহু তার প্রতিরূপ।
পেরিস্কোপের নল কয়েক ইঞ্চি থেকে কয়েক ফুট পর্যন্ত লম্বা হয়। সাবমেরিনের পেরিস্কোপের নল ৬০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। নল যত লম্বা হবে প্রতিবিম্ব তত ছোট হবে।