সাকসেসফুল মানুষ যে কথাগুলো বলে না

Author Topic: সাকসেসফুল মানুষ যে কথাগুলো বলে না  (Read 1081 times)

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
প্রকৃতপক্ষে সফলতার সাথে ব্যর্থতার পার্থক্য খুব সামান্য, বলতে গেলে ভগ্নাংশের। যে ভগ্নাংশের জন্য এই বিশ্বজয়, তার জন্য দরকার প্রাণান্ত প্রচেষ্টার অভ্যাস।
এ অভ্যাস রপ্ত করতে তারা কিছু বাক্য কখনও মুখে উচ্চারণ করেন না।

এ বাক্যগুলো হল-

# আমাদের দ্বারা কাজটি হবে না

# আমি জানি না কিভাবে করব

# আমি জানি না এটা কি

# আমি নিজেই সব করেছি

# এটা খুব তাড়াতাড়ি হচ্ছে

# খুব দেরি হয়ে যাচ্ছে

# আমাদের একসাথে কাজ করা সম্ভব নয়

# অন্যসময় করব

# আমি দুঃখিত, আমি খুব ব্যস্ত

# সবটাই আমার অবদান

# আমি কখনো বই পড়িনি

# আমি যথার্থ নই

# ঠিক আছে (বার বার)

# আমার অবসরের দরকার নেই

তবে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল- নিজেকে উপলব্ধি করা। সফলরা হয়তো অণুপ্রেরণা যোগাতে পারবেন, কিন্তু প্রকৃত সফলতা মানুষের নিজের মধ্য থেকেই আসে।
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030