এক দশকে অ্যাপলের উন্নতির অবাক করা ১০ তথ্য

Author Topic: এক দশকে অ্যাপলের উন্নতির অবাক করা ১০ তথ্য  (Read 802 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
আইফোন, আইপ্যাড, আইপড ও আইম্যাক নির্মাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের কথা কে না জানে। যদিও ১০ বছর আগেও প্রতিষ্ঠানটির এ অবস্থা ছিল না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. অ্যাপলের হাতে বর্তমানে জমা রয়েছে ১৭৮ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থসম্পদ। যদিও ১০ বছর আগে এ অংক ছিল ৫ দশমিক ৪ বিলিয়ন।

২. এখন অ্যাপলের আয়ের অন্যতম উৎস আইফোন। গত বছর প্রতিষ্ঠানটির মোট রাজস্বের ৫৬ ভাগ আইফোন থেকে আসে। যদিও ১০ বছর আগে এ অবস্থা ছিল না। সে সময় পাওয়ারবুক, ম্যাকিনটোশ কম্পিউটার  ইত্যাদি বিভিন্ন পণ্য থেকে এ আয় আসত।

৩. ১০ বছর আগে অ্যাপলের মোট রাজস্ব ছিল ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার। যদিও বর্তমানে তা অনেক বেড়েছে। বর্তমানে অ্যাপল প্রতিদিন শুধু আইফোনই বিক্রি করে ৮২০ মিলিয়ন ডলার মূল্যের।

৪. চীন বিষয়ে অ্যাপলের ১০ বছর আগেও কোনো নির্দিষ্ট নীতি-কাঠামো ছিল না। বর্তমানে অ্যাপলের মোট রাজস্বের ক্ষেত্রে ইউরোপ ও আমেরিকার পরেই চীনের স্থান।

৫. টিম কুক অ্যাপলের বহু পুরনো ও উচ্চ বেতনভুক্ত কর্মকর্তা। এক দশক আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের চেয়ে তার বেতন বহুগুণ বেশি ছিল। কারণ সে সময় স্টিভ জবস মাত্র এক ডলার বেতন নিতেন। আর কুক পেতেন তার চেয়ে ৬,০২,৬৩১% বেশি বেতন।

৬. উচ্চ প্রযুক্তির ভোক্তা পণ্য নির্মাতা হিসেবে অ্যাপলের গ্রস মার্জিনের হার সমালোচনার সম্মুখীন হচ্ছে। যদিও ১০ বছর আগে এ হার যথেষ্ট ভালো ছিল।

৭. এখন অ্যাপলের মার্কিন বাজারের চেয়েও আন্তর্জাতিক বাজারে বিক্রির প্রবৃদ্ধি ভালো। যদিও ১০ বছর আগে এ আন্তর্জাতিক বাজার গড়ে ওঠার পর্যায়ে ছিল।

৮. ২০০৪ সালে অ্যাপলে স্থায়ী কর্মী ছিল ১১ হাজার ৭০০ জন। গত বছর এ সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ৬০০ জন।

৯. বিভিন্ন দেশের শেয়ার বাজারে অ্যাপলের উপস্থিতি রয়েছে। টেকিও স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটি APPLE নামেই তালিকাভুক্ত হয়েছে। তবে ফ্র্যাংকফুর্ট স্টক এক্সচেঞ্জে এর নাম APCD।

১০. প্রতিষ্ঠানের লাভ বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে অ্যাপলের শেয়ারের দামও বহুগুণ বেড়েছে।
Sahadat