দৃষ্টিক্ষমতা কয়েকগুণ বাড়াবে নতুন কন্টাক্ট লেন্স

Author Topic: দৃষ্টিক্ষমতা কয়েকগুণ বাড়াবে নতুন কন্টাক্ট লেন্স  (Read 618 times)

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile
বয়সের কারণে যারা চোখে কম দেখতে পান তাদের জন্য দারুণ সুখবর এটি। বিজ্ঞানীরা এমন এক ধরনের লেন্স আবিষ্কার করছেন যা দিয়ে দৃষ্টিক্ষণমতা অন্তত তিনগুণ বাড়ানো সম্ভব।

সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী এ বিশেষ ধরনের লেন্স নিয়ে কাজ করছেন। ১.৫৫ মিলিমিটার পুরুত্বের এ লেন্সটিতে থাকবে অনেকগুলো আয়না এবং ফিল্টারের তৈরী একটি প্রতিফলক দূরবীণ। আলো যখন চোখে প্রবেশ করবে তখন এ প্রতিফলক দূরবীনটি কোন বস্তু বা ব্যক্তিকে আরো স্পষ্ট দেখতে সাহায্য করবে। আশা করা হচ্ছে বিশেষ এ লেন্সটির সাহায্যে বিশ্বব্যাপী অন্ধত্বের তৃতীয় বৃহত্তম কারন 'বয়সের কারণে অন্ধত্ব' বা age-related macular degeneration (AMD) অনেকটাই নিরাময় করা সম্ভব হবে।

চোখের রেটিনা ক্ষতিগ্রস্থ হওয়াই এএমডির মুল কারণ। যদিও এ রোগের প্রতিকার পাওয়ার জন্য এখন অল্প কিছু পদ্ধতি ও চিকিৎসা আছে। কিন্তু সুইজারল্যান্ডের গবেষক এরিক ট্রিম্বলে মনে করেন, এএমডি এখনো সবচেয়ে বড় সমস্যা, যেখানে এ ধরনের কন্টাক্ট লেন্স এসব সমস্যার উত্তম প্রতিকার হতে পারে।

ট্রেম্বলি এই লেন্সটির অপটিক্যাল ডিজাইন করেছেন। এ লেন্সটিতে তিনি একটি বিশেষ টেলিস্কোপ বা দূরবীন সংযোজন করেছেন। পরীক্ষামূলকভাবে কিছু এএমডি রোগীর চোখে এ লেন্সটি লাগানোর পরে পজিটিভ ফিডব্যাক পেয়েছেন তিনি। ট্রেম্বলি বলেন, এএমডি সমস্যা দূরীকরণের সহজ উপায় এ কন্টাক্ট লেন্স।

এ লেন্সটির মাধ্যমে একজন মানুষ তার আশপাশের মানুষজনকে স্পষ্ট করে দেখতে পারবেন। কিংবা পত্রিকার একটি বিশেষ শব্দকে আরো স্পষ্ট করে দেখতে চাইলে তাও করা যাবে অথবা গাড়ি চালানোর সময় দূরের কোন গাড়ির দিকে লক্ষ রাখা যাবে।