গুগল অনুবাদে এক দিনে সর্বোচ্চ অবদান রেখেছে বাংলাদেশ

Author Topic: গুগল অনুবাদে এক দিনে সর্বোচ্চ অবদান রেখেছে বাংলাদেশ  (Read 990 times)

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগল অনুবাদে এক দিনে সর্বোচ্চ অবদানের রেকর্ড করেছে বাংলাদেশ৷ গতকাল বৃহস্পতিবার গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আনুষ্ঠানিক ব্লগে এই রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়েছে৷ ব্লগে আরও বলা হয়েছে, এই অবদানের ফলে গুগলে বাংলা অনুবাদের মান অন্তত দ্বিগুণ উন্নত হয়েছে। ২৬ মার্চ জিডিজি বাংলার উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘বাংলার জন্য ৪ লাখ’ নামে গুগলের বাংলা অনুবাদে শব্দ ও শব্দাংশ যোগ করার কর্মসূচিতে মোট অবদান হয়েছে সাত লাখের বেশি৷
গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান বলেন, ‘এই রেকর্ডসংখ্যক অবদানের কারণে গুগলের যান্ত্রিক অনুবাদ সেবা গুগল ট্রান্সলেটে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। দেশের ৮১টি স্থানে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় চার হাজারের বেশি স্বেচ্ছাসেবক।’
জিডিজি বাংলা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে গুগল অনুবাদে বাংলার জন্য অবদানের এই বিশেষ কর্মসূচি নিয়েছে৷ কর্মসূচি চলবে পয়লা বৈশাখ পর্যন্ত৷ এখানে অবদান রাখা যাবে www.translate.google.com/community এই ঠিকানায়৷

গুগলের ব্লগে বলা হয়েছে, এক মাস ধরে বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার ও ভিয়েতনামে গুগল অনুবাদে নিজেদের ভাষায় শব্দযোগের কার্যক্রম চলে। সব ভাষাতেই ভালো সাড়া মিলেছে৷ তবে ২৬ মার্চ বাংলার জন্য অনুবাদের হিসাব সবকিছুকে ছাপিয়ে গেছে। গুগলের এই ব্লগের ঠিকানা: http://goo.gl/zVgnqw
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030