তাৎক্ষণিকভাবে চালককে ‘চালনাগত ভুল’ সম্পর্কে সতর্ক করবে গাড়ি

Author Topic: তাৎক্ষণিকভাবে চালককে ‘চালনাগত ভুল’ সম্পর্কে সতর্ক করবে গাড়ি  (Read 813 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
 দূর্ঘটনা ঘটার আগে গাড়ি নিজেই তাৎক্ষণিকভাবে চালককে ‘চালনাগত ভুল’ সম্পর্কে সতর্ক করতে পারবে এরকম অভিনব প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছেন কর্নেল ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। এ প্রযুক্তি প্রক্রিয়ায় গাড়ির চালকের দিকেও ক্যামেরা নজর রাখবে।

বর্তমানে অধিকাংশ গাড়িতে সেন্সর ও ক্যামেরা থাকলেও তা শুধু গাড়ির আশপাশের বা বাইরের ডেটা সংগ্রহ করে থাকে। কিন্তু নতুন এ প্রযুক্তিতে গাড়ির অভ্যন্তরীন ক্যামেরা চালকের শারীরিক অবস্থার উপর নজর রাখবে ও বুঝতে চেষ্টা করবে তিনি মোড় ঘুরতে বা লেন পরিবর্তন করতে যাচ্ছেন কিনা এবং গাড়ির কম্পিউটার তার বাইরের ডেটার সঙ্গে চালকের অভ্যন্তরীন এ ডেটা মিলিয়ে সম্ভাব্য দূর্ঘটনার পূর্বেই চালককে সতর্ক করবে। চালককে সতর্ক করতে প্রক্রিয়াটি জিপিএস ডেটারও সাহায্য নিতে পারবে বলে জানিয়েছে সিএনএন।

প্রক্রিয়াটির জন্য কর্নেল ইউনিভার্সিটির গবেষক আশুতোষ সাক্সেনা ও তার সহকর্মীরা দুই মাসে মোট দশজন গাড়ি চালকের ১২০০ মাইল পাড়ি দেয়ার ভিডিও ধারণ করে তা বিশ্লেষণ করেছেন। নতুন এ প্রযুক্তিটিতে কম্পিউটার ৭৭.৪ শতাংশ ক্ষেত্রে নির্ভুল অনুমান করতে পেরেছে বলে গবেষকরা দাবি করেছেন।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU

Offline Shahriar Mohammad Kamal

  • Sr. Member
  • ****
  • Posts: 337
  • Test
    • View Profile