রোযা অবস্থায় ডায়বেটিক পরীক্ষা করলে বা টিকা দিলে রোযা ভেঙ্গে যাবে?

Author Topic: রোযা অবস্থায় ডায়বেটিক পরীক্ষা করলে বা টিকা দিলে রোযা ভেঙ্গে যাবে?  (Read 1217 times)

Offline A-Rahman Dhaly

  • Jr. Member
  • **
  • Posts: 90
    • View Profile
    • https://www.youtube.com/abcBangla24
প্রশ্ন

১) রোজা থেকে ডায়াবেটিক পরীক্ষা করা যাবে কিনা ?

২)  রোজা থেকে  দিনে হেপাটাইটিস টিকা দেয়া যাবে কিনা ? ( আমার টিকা দেয়ার ২য় ডেট ৭ জুলাই- হাসপাতাল বিকাল ৫ তার মধ্যে বন্ধ হয়ে যায়)

প্রশ্নকর্তা-মোস্তাফা হুসাইন খান

উ্ত্তর

بسم الله الرحمن الرحيم

এখানে আপনার প্রথম প্রশ্নটি পরিস্কার নয়। ডায়াবেটিকের জন্য আপনি কোন ধরণের পরীক্ষা করতে চাচ্ছেন? যদি রক্ত নিয়ে যে পরীক্ষা করা হয়, সেটি হয়ে তাহলে মৌলিক কথা বলে দিচ্ছি, শরীর থেকে রক্ত নিয়ে রোযার কোন ক্ষতি হয় না।

আর রোযা রাখা অবস্থায় ইঞ্জেকশন নিলেও রোযা ভাঙ্গে না। তাই টিকা নিতে কোন সমস্যা নেই। এতে রোযার কোন ক্ষতি হবে না। কারণ এতে করে পাকস্থলিতে কোন কিছু পৌছে না। তাই রোযা ভাঙ্গবে না।

১-ইমদাদুল ফাতওয়া-২/১৪৪-১৪৭

২-ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-৬/৪০-৪০৯

৩-ফাতওয়া রহিমিয়া-৭/২৫৭

৪-আহসানুল ফাতওয়া-৪/৪২২

৫-কিফায়াতুল মুফতী-৪/২৫৩

৬-ফাতওয়ায়ে মাহমুদিয়া-১৫/১৭৩-১৭৯

৭-ফাতওয়ায়ে হক্কানী-৪/১৬২-১৬৩

৮-আপকি মাসায়িল আওর উনকা হল্ল-৩/২১২

৯-জাদিদ ফিক্বহী মাসায়িল-১/১২২-১২৪

১০-ফাতওয়া মুফতী মাহমুদ-৩/৪৮৮-৪৮৯

১১-কিতাবুল ফাতওয়া-৩/৩৯১-৩৯২

১২-ফাতওয়া উসমানী-২/১৮১-১৮৬

১৩-ইমদাদুল ফাতওয়া-৩/১৩৩-১৩৪

১৪-খাইরুল ফাতওয়া-৪/৭৪

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com
......................
A-Rahman Dhaly
BBA, MBA in Finance
Accounts Officer 
(Finance & Accounts Dept.)
Daffodil International University
Ashulia Campus , Savar, Dhaka-1340.

Phone:+880-9666770770- Ext -4303      
Mob   : +01811-458896
Mail:dhaly@daffodilvarsity.edu.bd
Web: daffodilvarsity.edu.bd