ইলেকট্রিক বাইসাইকেল “বোল্ট এম১”

Author Topic: ইলেকট্রিক বাইসাইকেল “বোল্ট এম১”  (Read 712 times)

Offline subrata.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 255
  • Test
    • View Profile
    • https://www.daffodilvarsity.edu.bd/
ইলেকট্রিক বাইসাইকেল “বোল্ট এম১” প্রাথমিক ভাবে ইলেকট্রিক শক্তি ব্যবহার করে চলে। আবার চাইলে সাধারণ বাইসাইকেলের মতোন প্যাডেল করেও চালানো যায়.
নতুন এই ইকোবাইকে ১.৬ কিলোওয়াড লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেটি একবার ফুল চার্জ করতে মাত্র ৯০ মিনিটের মতো সময় লাগবে। আর একবার ফুল চার্জ করার পর সেটি দিয়ে সম্পূর্ণ ৫০ মাইল অর্থাৎ প্রায় ৮১ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবেন.

নতুন এই বাইকটি ২টি মোডে ব্যবহার করতে পারবেন, ১ একোনমি আর ২ স্পোর্টস। একোনমি মোডে এটি সর্বচ্চ ২০ মাইল পার ঘণ্টা গতিতে চলবে আর স্পোর্টস মোডে এটি ৫০ মাইল পার ঘণ্টা গতিতে ছুটবে।

আরও একটি আকর্ষণীয় বিষয় হল নতুন এই ইকোবাইকে ইউএসবি এবং ব্লুটুথ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে. আছে বাইকের মতোন সুন্দর একটি স্পীড মিটার সাথে ব্যাটারি সিগন্যাল।
Subrata Banik
Lecturer (Physics)
Department of General Educational Development