ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি জনাব ইউসুফ এম ইসলামের দায়িত্ব গ

Author Topic: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি জনাব ইউসুফ এম ইসলামের দায়িত্ব গ  (Read 1468 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ায় শিক্ষা বিস্তারে ‘ড্যাফোডিল গ্রুপ’ একটি বিশ্বস্ত নাম। এই গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব সবুর খানের অন্যন্য অবদান ‘ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনির্ভাসিটি’ বেসরকারী ব্যবস্থাপনায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরনীয় দৃষ্টান্ত। খুব অল্প সময়ে সুশীল শিক্ষা, সচেতন মনোভাব, ও উৎকৃষ্ঠ ‘মান নিশ্চিত করে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি সমগ্র দেশব্যাপী এক বিশেষ আলোচনার দাবি রাখছে।

গত 23 জুলাই দেশের এই অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠটির দায়িত্বভার গ্রহণ করলেন দেশের প্রথিতযশা, শিক্ষাবিদ, ও পন্ডিত ব্যক্তিত্ব প্রফেসর জনাব ইউসুফ এম ইসলাম। ড্যাফোডিল পরিবারের সকল অঙ্গ-সংগঠনগুলো তার দায়িত্ব গ্রহনে গর্বিত, আনন্দিত, ও আবেগ-আপ্লুত।

ব্যক্তিগত জীবনে জনাব ইউসুফ এম ইসলাম একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বরাবরই তার শিক্ষাও কর্ম জীবন ইতিহাস স্বরণীয়। তিনি 1972 সালে Joseph`s High school থেকে কৃতিত্বের সাথে `O' Level`s পাশ করেন। 1974 সালে Craigmount Secondory school (UK) `H' Level এবং 1978 সালে “Heriot watt University থেকে কৃতিত্বে সাথে B.sc করেন। 1983 সালে `Strathclyde University থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

জনাব ইউসুফ এম ইসলাম সাহেবের কর্মজীবন আরম্ভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে । 1978/79 সালে তিনি Applied Physics and Electronic ডিপার্টমেন্টে কোর্স contract lecturer হিসাবে যোগদান করেন। একই সাথে তিনি ‘ফিলিপস টেলিভিশন প্রজেক্টরে ‘Manager-এর দায়িত্ব পালন করেন। 1990/91 সালে তিনি Computer Consultant হিসাবে গ্রামীণ ব্যাংকে দায়িত্ব পালন করেন। 1988/94 পর্যন্ত তিনি Informatics Computer center, Siemens  এর lecturer হিসাবে দায়িত্ব পালন করেন। 1992/94 সালে তিনি Financial Sector Reforms programe, Bangladesh এর প্রধান হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।

2007 সাল পর্যন্ত তিনি BRAC University-তে Associate Prof. হিসাবে দায়িত্ব পালন শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেন। তৎপর 2015 সালের 23শে জুলাই তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের-ভিসি হিসাবে দায়িত্বভার গ্রহন করেন।

ছাত্র ও কর্মজীবনে সফলতার স্বাক্ষর হিসাবে তিনি দেশ-বিদেশী বহু পুরস্কার লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল  Common wealth Scholarship, Overseas Research scholarship, David Livingston. এবং Charles Wallace Award,

জনাব ইউসুফ এম ইসলামের দায়িত্ব গ্রহনে সাধুবাদ জানিয়েছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান বিশিস্ট ব্যবসায়ী জনাব সবুর খান সাহেব। সমগ্র দেশবাসীসহ  ড্যাফোডিল গ্রুপের সকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ মনে করেন জনাব ইউসুফ এম ইসলামের নেতৃত্বে ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ বাংলাদেশ তথা বিশ্বে শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।