আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত অর্জন ।

Author Topic: আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত অর্জন ।  (Read 1871 times)

Offline mahmudul_ns

  • Full Member
  • ***
  • Posts: 129
  • Never confuse a single defeat with a final defeat.
    • View Profile
২০১৫ : চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার । জলবায়ু পরিবর্তনে ঝুকি মোকাবেলায় জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করে ।
২০১৫ : ITU ( International Telecom Union ) Award . ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করে ।
২০১৫ : WIP ( Women in Parliament ) Global Award . রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভুমিকা পালনের ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এই পুরস্কার দেয়া হয় ।
২০১৪ : শান্তিবৃক্ষ পদক ( Peace Tree Award ) । নারী ও শিশু শিক্ষা ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করে ।
এছাড়াও খাদ্য উৎপাদন ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য সেপ্টেম্বর ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভারসিটি মাননীয় প্রধানমন্ত্রীকে এই সম্মাননা সার্টিফিকেট প্রদান করে।
২০১৩ : South South Award . খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো অপেরাশন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করে ।
২০১৩ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন প্রসূত “ একটি বাড়ি ও একটি খামার প্রকল্প ‘’ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তথ্য-প্রযুক্তি মেলায় ২৩ সেপ্টেম্বর সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক “ Manthan Award” ২০১৩ পদকে ভূষিত হন ।
২০১৩ : জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ( এফএও) দারিদ্রতা , অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় ১৬ জুন বাংলাদেশকে “ Diploma Award “ পদকে ভূষিত করে ।
২০১২ : বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ অবদানের জন্য UNESCO ১৬ জুন মাননীয় প্রধানমন্ত্রীকে “ Cultarul Diversity “ পদকে ভূষিত করে ।
২০১১ : ২৬ জানুয়ারি ইংল্যান্ডের হাউস অব কমন্সের স্পিকার Jhon Bercow MP মাননীয় প্রধানমন্ত্রীকে গনতন্র পুনুরদ্ধারে দূরদর্শী নেতৃত্ব , সুশাসন , মানবাধিকার রক্ষা , আঞ্চলিক শান্তি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে তার অনবদ্য অবদানের জন্য Global Diversity Award প্রদান করেন ।
২০১১ : South South Award . স্বাস্থ্যখাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারী ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য International Telecommunication union ( ITU ) South South News , এবং জাতিসংঘের আফ্রিকা সংক্রান্ত অর্থনৈতিক কমিশন যৌথভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে South South Award 2011 : Digital Devolopment Health এই পুরস্কারে ভূষিত করে ।
২০১০ : MDG ( Millenium Devolopment Goal ) Award : শিশু মৃত্যুর হ্রাস সংক্রান্ত MDG-4 অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ এই পুরস্কার প্রদান করে ।
২০১০ : ২৩ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক উন্নয়নে অসমান্য অবদানের জন্য St.Petrsburg University প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেন ।
২০১০ : ১২ জানুয়ারি বিশ্বখ্যাত “ইন্দিরা গান্ধী শান্তি পদক -২০০৯” এ ভূষিত হন ।
২০০৫ : জুন মাসে গনতন্ত্র , মানবাধিকার ও শান্তির পক্ষে অবদান রাখার জন্য শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া ।
২০০০ : রাজনৈতিক , অর্থনৈতিক ও মানবাধিকারের ক্ষেত্রে সাহসিকতা ও দূরদর্শিতার জন্য ম্যাকন ওমেনস কলেজ যুক্তরাষ্ট্র “ পার্ল এস বাক পদক “ পদক প্রদান করে ।
২০০০ : ৪ ফেব্রুয়ারি ব্রাসেলসের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় “Doctor Honorius Causa “ প্রদান করে ।
২০০০ : ৫ সেপ্টেম্বর “ University of Bridgeport “ কানেকটিকাট , যুক্তরাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘’ Doctor of Humane letters “ প্রদান করে বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদানের জন্য ।
১৯৯৯ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে ।
১৯৯৯ : ২০ অক্টোবর অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ‘’ডক্টর অব লজ’’ ডিগ্রি প্রদান করে মানবাধিকার প্রতিষ্ঠার অবদানের জন্য ।
১৯৯৯ : ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ FAO কর্তৃক “ সেরেস পদক ‘’ লাভ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
১৯৯৮ : নরওয়ের রাজধানী অসলোয় মহাত্মা গান্ধী ফাউনডেশন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘’ এম কে গান্ধী ‘’ পুরস্কারে ভূষিত করে ।
১৯৯৮: এপ্রিল শান্তি ও সৌহার্য্ক প্রতিষ্ঠায় অবদানের জন্য শেখ হাসিনাকে ”মাদার তেরেসা পদক” প্রদান করে নিখিল ভারত শান্তি পরিষদ।
১৯৯৮ : পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার জন্য ইউনেস্কো শেখ হাসিনাকে ”ফেলিক্স হুফে বইনি’’ শান্তি পুরস্কারে ভূষিত করে।
১৯৯৮ : ২৮ জানুয়ারী শান্তি নিকেতন বিশ্বভারীর এক আড়ম্বরপূর্ণ বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনাকে ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানমূচক ”দেশিকোত্তম” উপাধিতে ভূষিত করা হয়।
১৯৯৭ : লায়ন্স ক্লাবসমূহের আন্তর্জাতিক এ্যাসোসিয়েশন কতৃক “রাষ্ট্রপ্রধান পদক’’ এ ভূষিত হন।
১৯৯৭ : রোটারী ইন্টারন্যাশনালের রোটারী ফাউন্ডেশন শেখ হাসিনাকে “পল হ্যারিস ফেলো” নির্বাচিত করে এবং ১৯৯৬- ১৯৯৭ সালের সম্মাননা মেডেল প্রদান করে।
১৯৯৭ : নেতাজী সভাষচন্দ্র বসুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি শান্তি, গণতন্ত্র ও উপমাহদেশের দেশগুলোর মধ্যে সৌহার্য্ক স্থাপনে অনন্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ শেখ হাসিনাকে “নেতাজী মেমোরিয়াল পদক ১৯৯৭” প্রদান করে।
১৯৯৭ : ২৫ অক্টোবর গ্রেট বৃটেনের ডান্ডি অ্যাবার্তে বিশ্ববিদ্রালয় এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী “ডক্টর অব লিবারেল আর্টস” ডিগ্রি প্রদান করে।
১৯৯৭ : ১৫ই জুলাই জাপানের বিখ্যাত ওয়াসেদা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাণসূচক “ডক্টর অব লজ” ডিগ্রি প্রদান করে।
১৯৯৭ : ৬ ফেব্রুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম সর্বোচ্চ বিদ্যাপীঠ বোস্টন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান সুচক “ডক্টর অব লজ” উপাধি প্রদান করে।
Md. Mahmudul Islam
Lecturer, Dept. Of Natural Sciences
Daffodil International University
mahmudul.ns@diu.edu.bd

Offline cmtanvir

  • Jr. Member
  • **
  • Posts: 75
    • View Profile
Tanvir Ahmed
Administrative Officer
Daffodil International University

Offline myforum2015

  • Full Member
  • ***
  • Posts: 218
  • সমস্ত কিছুর নিয়ন্ত্রন এক আল্লাহ্ তায়ালারই
    • View Profile
ধন্যবাদ, গুরুত্বপুর্ণ একটি পোস্ট।
Solaiman Hoque
Lecturer (Mathematics)
Dept. of NS
solaiman.ns@diu.edu.bd