কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট

Author Topic: কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট  (Read 2137 times)

Offline sharifmajumdar

  • Full Member
  • ***
  • Posts: 108
  • You have to control your emotion to get success
    • View Profile
কৌতুক অভিনেতা থেকে তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন। কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছিলেন মানুষকে হাসানো। ধ্যানজ্ঞান বলতে শুধু এটাই। সারদিনের কারিকুড়ি ছিল কৌতুক নিয়েই। হঠাৎ করেই বদলে গেল জীবনের প্রেক্ষাপট। পাঠক বলছি গুয়াতেমালার কৌতুক অভিনেতা জিমি মোরালেসের কথা। এইতো সেদিনের কথা কৌতুকের মাধ্যমে মঞ্চের সামনের উপস্থিত দর্শকদের হাসিয়ে তাদের হৃদয় জয় করে নিতেন। হঠাৎ করেই ২০১১ সালে রাজনীতিতে প্রবেশ। আর এসেই যেন বলা চলে- এলেন, দেখলেন, জয় করলেন। আর রাজনীতির মাঠেই এত অল্প দিনের পদচারণা হলেও তিনি মোট ৬৭ দশমিক ৫ ভাগ ভোট পেয়েছেন।
২০১১ সালে জেমস আর্নেন্তো মোরালেস কাবরেরা আনুষ্ঠানিকভাবে ‘জিমি মোরালেস’ নামটি গ্রহণ করেন৷ আর এ নামে মিক্সকো শহরের মেয়র নির্বাচনের প্রার্থীও হয়েছিলেন৷গত ৩ সেপ্টেম্বর  ওট্টো পেরেস মলিনা প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর তাঁকে দলের প্রার্থী করতে চায় ডানপন্থি দল ন্যাশনাল কনভারজেন্স ফ্রন্ট (এফসিএন)৷ তিনিও রাজী হয়ে গেলেন। যদিও তিনি নির্বাচনে জয়লাভ করবেন কিনা তা নিয়ে অনেকে সন্দিহান ছিলেন। আবার অনেকে এও ভেবেছিলেন সাবেক ফার্স্টলেডি সান্দ্রা তরসকেই এ নির্বাচনে জয়ী হবেন। কিন্তু সব শঙ্কা দূর করেই বিজয়ের হাসি হাসলেন জিমি মোরালেস। আর তার বিপরিতে জিনি দাঁড়িয়েছেন সান্দ্রা তোরেস দুই পর্ব মিলিয়ে পেয়েছেন মাত্র ৩২ দশমিক ৫ ভাগ ভোট৷ যদিও মোরলেসের সামনে প্রধান চ্যালেঞ্জ দেশ থেকে দুর্নীতিকে হটানো।
Shariful Islam Majumdar
Lecturer, Department of MCT
Daffodil International University

Offline myforum2015

  • Full Member
  • ***
  • Posts: 218
  • সমস্ত কিছুর নিয়ন্ত্রন এক আল্লাহ্ তায়ালারই
    • View Profile
অনেক দেশে অনেক কিছুই সম্ভব। কিন্তু আমাদের দেশে??? বিশেষ করে রাজনীতীর ক্ষেত্রে একেবারেই অসম্বভব বলে আমার ব্যাক্তিগত ধারনা।
Solaiman Hoque
Lecturer (Mathematics)
Dept. of NS
solaiman.ns@diu.edu.bd