মজিলা ফায়ারফক্সের কিছু টিপস - বুকমার্ক ফোল&#2

Author Topic: মজিলা ফায়ারফক্সের কিছু টিপস - বুকমার্ক ফোল  (Read 1948 times)

Offline iqbal007

  • Jr. Member
  • **
  • Posts: 60
    • View Profile
মজিলা ফায়ারফক্সের কিছু টিপস - বুকমার্ক ফোল্ডার তৈরি করা

নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে বুকমার্ক ফোল্ডার তৈরি করা যায়৷

০১. সিলেক্ট করুন Bookmarks®Organiz Bookmarks ৷

০২. বুকমার্কস ম্যানেজার টুলবক্সে সিলেক্ট করুন New Folder ৷ এরপর ফোল্ডারের নাম ও অপশনাল বর্ণনা দিয়ে ওকে করুন৷

০৩. তৈরি করা ফোল্ডারে বুকমার্ক পেজ সেভ করার জন্য Bookmarks®Bookmarks This Page-F -এ ক্লিক করুন৷

০৪. অ্যাড বুকমার্কস ডায়ালগবক্সে গিয়ে ক্লিক করুন Create In ড্রপডাউন লিস্টে এবং নতুন তৈরি করা ফোল্ডারের নাম দিয়ে ওকে করুন৷

এ পদ্ধতি অনুসরণ করে আপনার বুকমার্ক পেজকে পছন্দ অনুযায়ী অর্গানাইজ করতে পারবেন৷ মাল্টিপল হোমপেজ ওপেন করা

ফায়ারফক্স ট্যাব সাপোর্ট করে, যা ব্যবহার হয় সিঙ্গেল ব্রাউজারে মাল্টিপল পেজ ওপেন করতে৷ স্বতন্ত্র ট্যাবে মাল্টিপল হোমপেজ ওপেন করার অপশনও এতে রয়েছে৷ যেমনটি রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার ৭-এ৷ যখন ফায়ারফক্স স্টার্টআপ হয় তখন একটিমাত্র ট্যাব ওপেন থাকে৷ অন্য সাইট সার্ফ করতে চাইলে Ctrl+T চেপে অ্যাড্রেস টাইপ করতে হবে৷

স্টার্টআপ স্বয়ংক্রিয়ভাবে পছন্দনীয় ওয়েবসাইট সম্বলিত নতুন ট্যাব ওপেন করার জন্য নিম্নলিখিত উপায়ে কাস্টোমাইজ করতে পারবেন৷

০১. Tools -> Options সিলেক্ট করুন৷

০২. Main ট্যাব সিলেক্ট করুন৷

০৩. স্টার্টআপ গ্রুপে সিলেক্ট করুন Show my home page ৷ এবার Firefox starts ড্রপডাউন লিস্ট আবির্ভূত হবে৷

০৪. Home Page সেকশনে কাঙিক্ষত সাইটের নাম টাইপ করুন৷

০৫. ওকেতে ক্লিক করুন৷
পপআপ ব্লক বা অনুমোদন করা

পপআপ উইন্ডোজ ব্রাউজিংয়ের সময় আপনার সম্মতি ছাড়াই ওপেন হয়৷ নিচে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আপনি এ ধরনের ঝামেলা থেকে পরিত্রাণ পেতে পারেন৷

০১. Tools -> Options-F -এ ক্লিক করে Content ট্যাবে ক্লিক করুন৷

০২. Block pop-up windows -এর পাশের চেকবক্সে ক্লিক করুন৷

০৩. ওকেতে ক্লিক করুন৷

০৪. যদি বিশেষ কোনো সাইটের পপআপ ব্লক করতে চান, অন্য কোনো সাইটের নয়, তাহলে Block pop-up windows আনচেক করুন৷ এর ফলে বিশ্বস্ত কোনো সাইটের পপআপ কেবল ডিসপ্লে হবে৷ এর জন্য যা করতে হবে - ০৫. Tools -> Options-F -এ ক্লিক করুন৷

০৬. Content ট্যাবে ক্লিক করুন৷

০৭. Exception বাটনে ক্লিক করুন, যা Block pop-up windows -এর সমান্তরালে রয়েছে৷

০৮. আপনার কাঙিক্ষত সাইটের নাম যুক্ত করুন যেগুলোকে পপআপে অনুমোদন করাতে চান৷ এরপর Allow After adding the names of the sites that you wish to permit ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করুন৷

০৯. ওকেতে ক্লিক করুন নতুন সেটিং প্রয়োগ করার জন্য৷
Iqbal
Dept. of  CSE
Sec. C
ID: 111-15-1327
L3T3
Cell:  +8801671998671