বিরল এক ঘটনার সাক্ষী হয়ে রইলো এবারের আইপিএল!

Author Topic: বিরল এক ঘটনার সাক্ষী হয়ে রইলো এবারের আইপিএল!  (Read 942 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
বিরল এক ঘটনার সাক্ষী হয়ে রইলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। যা এর আগের নয় আসরে কখনো এমন ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার একই দিনে দেখা গেলো দুইটি হ্যাটট্রিক।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদরি। যদিও ম্যাচটি বেঙ্গালুরু ৪ উইকেটে হেরে যায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে রাজকোটে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে পাঁচ উইকেট (১৭ রানে) নেয়ার পথে হ্যাটট্রিক করেন গুজরাট লায়ন্সের অ্যান্ড্রু টাই।

অস্ট্রেলিয়ার ডানহাতি এ মিডিয়াম ফাস্ট বোলার এই প্রথম আইপিএলে খেলতে এসেছেন। এদিন ছিল তার অভিষেক। অভিষেকেই বাজিমাত করেন তিনি। এদিন তার পরিণতি বদরির মতো হয়নি। পুনের বিপক্ষে তার দল জিতেছে ৭ উইকেটে। এবারের আসরে প্রথম পাঁচ উইকেট নেয়ার ঘটনাও এটি। অন্যদিকে বরদি আগের কয়েকটি আসরে খেললেও এবারের আসরে এটি ছিল তার প্রথম ম্যাচ।

এদিনের দুই ম্যাচে নজর ছিল ভারতের দুই তারকা বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির দিকে। ইনজুরি থেকে ফিরে এদিন প্রথম মাঠে নামেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ফিরেই দুর্দান্ত খেলেন তিনি। মুম্বইয়ের বিপক্ষে করেন ৪৭ বলে ৬২ রান। এতে তার দল সংগ্রহ করে ৫ উইকেটে ১৪২ রান। কিন্তু জবাবে ৭ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বই।

অন্যদিকে ব্যর্থতা জারি থাকলো পুনে সুপারজায়ান্টের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। চলতি মৌসুমে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। নেতৃত্ব হারিয়ে তার ব্যাট মোটেও কথা বলছে না। আগের তিন ম্যাচে তিনি করেন যথাক্রমে ১২*, ৫ ও ১১ রান। আর এদিন আউট হন ৮ বলে মাত্র ৫ রানে। তার দল পুনে আগে ব্যাটে গিয়ে সংগ্রহ করে ৮ উইকেটে ১৭১ রান। জবাবে দুই ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University