বাংলাদেশের ৩ গ্যাসক্ষেত্র চীনের কাছে বিক্রি করল শেভরন

Author Topic: বাংলাদেশের ৩ গ্যাসক্ষেত্র চীনের কাছে বিক্রি করল শেভরন  (Read 794 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
চীনের হিমালয়া এনার্জি কোম্পানি লিমিটেডের কাছে বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্র বিক্রি করল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন।

হিমালয় এনার্জির হাতে ব্যবসা ছেড়ে দিয়ে বাংলাদেশ ছাড়ছে মার্কিন এই কোম্পানি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেভরন করপোরেশন বাংলাদেশে তাদের সব সম্পদ বিক্রি করে দেয়ার বিষয়ে হিমালয় এনার্জির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে।

তবে কত টাকায় এই ব্যবসা হাতবদল হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের তিনটি ব্লকে বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের দায়িত্ব চলে যাচ্ছে হিমালয় এনার্জির হাতে।

বাংলাদেশের প্রতিদিনের গ্যাস সরবরাহের অর্ধেকের বেশি ওই তিনটি ক্ষেত্র থেকেই আসে।

গত দুই বছরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় লোকসান সামাল দিতে শেভরন বাংলাদেশের তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল সংবাদমাধ্যমে।

এর মধ্যে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি জানায়, ২০১৭ সালে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ তারা বিক্রি করে দেয়ার পরিকল্পনা করেছে।