‘ভুয়া খবর’ লুকিয়ে ফেলার ব্যবস্থা করছে গুগল

Author Topic: ‘ভুয়া খবর’ লুকিয়ে ফেলার ব্যবস্থা করছে গুগল  (Read 885 times)

Offline arif_mahmud

  • Jr. Member
  • **
  • Posts: 90
  • Test
    • View Profile
'ভুয়া খবর ও বানোয়াট' খবর লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আর এ জন্য ভুয়া খবরের ওইসব লিঙ্ক সবার উপরে না দেখানোর জন্য নিজেদের অ্যালগরিদমকেও সজ্জিত করছে কোম্পানিটি।

সম্প্রতি গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেশন জানিয়েছে, ভ্রান্তিমূলক, মিথ্যা, আপত্তিকর সংবাদ ও নিবন্ধগুলো লুকিয়ে ফেলার ব্যবস্থা করা হবে। তবে এসব খবরগুলো সার্চ অপশন থেকে সম্পূর্ণ মুছে ফেলা হবে না। বরং তার বদলে এগুলোকে ‘নিম্নমানের’ খবর বা নিবন্ধ বলে চিহ্নিত করে সেগুলোকে অনুসন্ধানী ফলাফলের সবার নীচে পাঠিয়ে দেওয়া হবে।

মূলত ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়া খবরের কারণেই এমন  উদ্যোগ নিল অ্যালফাবেট।

গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী বেন গোমেজ জানান, এটি আমাদের মোট ট্রাফিকের মাত্র এক চতুর্থাংশ। তবে এটি বড় প্রশ্ন নয়, বরং বড় প্রশ্ন হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করা।

এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে গুগলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়িয়েছিল। যা অনেকটাই উদ্বেগের পর্যায়ে ছিলো বলে জানায় গণমাধ্যমগুলো।