If the father increases the weight

Author Topic: If the father increases the weight  (Read 1165 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
If the father increases the weight
« on: September 07, 2017, 12:04:23 PM »
বিয়ে হলে মেয়েদের ওজন বাড়ে—প্রাচীনকাল থেকে এ কথার প্রচলন রয়েছে সমাজে। এবার নতুন এক গবেষণা দাবি করছে, বিয়ে করলে পুরুষেরও ওজন বাড়ে, তবে সন্তানের বাবা হওয়ার পর দেহের ওজন আরো বেশি বাড়ে।

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ গবেষণা করেছেন। তাঁরা জানান, আট হাজার মানুষের ওপর এ গবেষণা চালানো হয়েছে। বিয়ের পর পুরুষের দেহে বডি মাস ইনডেক্স (বিএমআই) বৃদ্ধি পায়। এ জন্যই বাড়ে শারীরিক ওজন।

গবেষকদলের একজন ড. জোয়ানা সিরদা। তিনি জানান, সামাজিক অনেক বিষয়ের মধ্যে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা পুরুষের বডি মাস ইনডেক্স বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাবা হওয়ার পর পুরুষের বিএমআই বৃদ্ধির হার আরো বাড়ে।

অর্থনীতির অধ্যাপক ড. জোয়ানা আরো জানান, নানা পারিবারিক ও সামাজিক বিষয়ে চিন্তা-ভাবনায় মগ্ন থাকার কারণে পুরুষ তার শরীর-স্বাস্থ্য নিয়ে ভাবার অবকাশ খুব একটা পায় না। এর ফলে পরিবর্তন হয় তার খাদ্যাভ্যাসেও।
এমনকি পুরুষের আচরণেও দেখা যায় নানা ধরনের পরিবর্তন।

Source:  হাফিংটন পোস্ট।
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar