Removal of depression in frogs/Mushroom

Author Topic: Removal of depression in frogs/Mushroom  (Read 1078 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
Removal of depression in frogs/Mushroom
« on: October 16, 2017, 03:42:44 PM »

যাদের মানসিক বিষণ্নতার নিরাময় কঠিন, বিজ্ঞানীরা বলছেন, ম্যাজিক মাশরুম নামে পরিচিত এক ধরনের ব্যাঙের ছাতার বিশেষ উপাদান ব্যবহার করে তাদের চিকিৎসা করা যেতে পারে। ‘সিলোসিবিন’ নামের ওই রাসায়নিক উপাদানে মানুষের মস্তিষ্কে একটা মাদকের ঘোর সৃষ্টি হয়, যা মস্তিষ্ককে আবার চাঙ্গা করে তুলতে সাহায্য করে।

১৯ রোগীর ওপর এই উপাদান প্রয়োগ করে দেখেছেন বিজ্ঞানীরা। এটি ব্যবহারের পর অর্ধেক রোগীর মানসিক বিষণ্নতা কেটে গেছে। এ ছাড়া তারা মস্তিষ্কে একটা পরিবর্তন অনুভব করতে পেরেছেন, যা প্রায় পাঁচ সপ্তাহ ধরে স্থায়ী হয়েছে। তবে লন্ডনে ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা রোগীদের ম্যাজিক মাশরুম দিয়ে চিকিৎসা চালানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, ‘সিলোসিবিন’ উপাদানটি মস্তিষ্ক হালকা করে দেয় এবং মানসিক বিষণ্নতার উপসর্গ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তবে মস্তিষ্কের ভেতর এটি ঠিক কিভাবে কাজ করে, তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, তাঁরা গবেষণায় দেখেছেন, ‘সিলোসিবিন’ মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অংশে কাজ করে। এই অংশ দুটি মস্তিষ্কের মধ্যে ভয় বা উদ্বেগের মতো অনুভূতি কিভাবে কাজ করবে, তার জন্য দায়ী।

গবেষকদলের প্রধান ড. রবিন কারহার্ট-হ্যারিস বলেছেন, আরো বিস্তৃত পরিসরে এই গবেষণা চালিয়ে নেওয়া দরকার।

সূত্র : বিবিসি।
« Last Edit: October 17, 2017, 12:06:24 PM by rumman »
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar