আইফোন টেন ব্যবহারে মাথাব্যথা ও চোখে সমস্যার অভিযোগ

Author Topic: আইফোন টেন ব্যবহারে মাথাব্যথা ও চোখে সমস্যার অভিযোগ  (Read 564 times)

Offline safayet

  • Full Member
  • ***
  • Posts: 168
  • Test
    • View Profile
মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন টেন বাজারে এসেছে বেশ কয়েক মাস আগে। এর মধ্যেই আইফোন টেন ব্যবহারে শারীরিক অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা।

৫ ফেব্রুয়ারি, সোমবার সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আইফোন টেনের ডিসপ্লেতে পালস ওয়াইডথ মডিউলেশন (পিডব্লিওএম) প্রযুক্তি থাকার কারণে ব্যবহারকারীদের মাথাব্যথা ও চোখ ব্যথা হওয়ার সমস্যা হচ্ছে। পালস ওয়াইডথ মডিউলেশন (পিডব্লিওএম) প্রযুক্তিতে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে ডিসপ্লে ব্রাইটনেস মিটমিট করে।

প্রতিবেদনে আরও বলা হয়, আইফোন ব্যবহারে স্বাস্থ্যগত সমস্যা হয়- এমন অভিযোগ এবারই প্রথম।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটেও অনেক ব্যবহারকারী এ ধরনের অভিযোগ জানিয়েছেন।

অবশ্য অ্যাপলই একমাত্র প্রতিষ্ঠান নয়, যারা ডিসপ্লেতে পালস ওয়াইডথ মডিউলেশন (পিডব্লিওএম) ব্যবহার করে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের এস সিরিজের ফোনে এবং গুগলের পিক্সেল ফোনের ডিসপ্লেতেও এই প্রযুক্তি রয়েছে।