কিভাবে আনস্মার্ট টিভিকে স্মার্ট বানাবেন

Author Topic: কিভাবে আনস্মার্ট টিভিকে স্মার্ট বানাবেন  (Read 898 times)

Offline tariq.alam

  • Newbie
  • *
  • Posts: 22
  • মানুষ তার স্বপ্নের চাইতেও অনেক বড়।
    • View Profile
ঘরের সাধারণ টিভিটাকে বদলে নিতে চান? করতে চান স্মার্ট? নতুন একটা স্মার্ট টিভি কেনা তো অনেক খরচের বিষয়! চাইলেই আপনার আনস্মার্ট টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারবেন ছোট একটি ডিভাইসের মাধ্যমে।

সব ডিভাইসেই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের দাপট। মোবাইল থেকে শুরু করে হাতঘড়িতেও অ্যানড্রয়েডের দাপুটে পদচারণ। সেসব ধারাবাহিকতায় টিভিটাই বা বাদ যাবে কেন? যায়নিও। এখন টিভিতেও চলছে অ্যানড্রয়েডের জয়জয়কার। কিন্তু এই টিভিগুলো অপেক্ষাকৃত বেশ দামি। চাইলেই ঘরের সাধারণ টিভিটি বদলে ফেলে স্মার্ট টিভি কেনা যায় না। তবে চাইলে সেই সাধারণ টিভিটাকে ছোট একটি ডিভাইসের মাধ্যমে বদলে ফেলা সম্ভব। আর এই ডিভাইসটাকেই বলা হয় ‘অ্যানড্রয়েড টিভি বক্স’।

অ্যানড্রয়েড টিভি বক্স কী?

‘অ্যানড্রয়েড টিভি বক্স’ হচ্ছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত এমন একটি ডিভাইস, যা দিয়ে একটি সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করা যায়। আমাদের অ্যানড্রয়েড স্মার্টফোনে যা যা করা যায় ঠিক সে সবই করা যাবে এই অ্যানড্রয়েড টিভি বক্সে। ইচ্ছামতো যেকোনো অ্যাপ এটাতে ইনস্টল করে ব্যবহার করা যাবে। সেই সূত্র ধরে এতে চাইলেই যেকোনো অনলাইন স্ট্রিমিং সেবা ইনস্টল করে দিব্যি টিভি দেখার কাজ চালিয়ে নেওয়া যাবে।

কাজ করে যেভাবে

অ্যানড্রয়েড টিভি বক্স ব্যবহার করা হয় মূলত টিভিতে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ইউটিউব, নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং সেবা নিতে। চাইলে দেশি স্যাটেলাইট চ্যানেলও দেখতে পারবেন। তবে সেসব চ্যানেলের নিজস্ব অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তবে বেশি ঝামেলা করতে না চাইলে বিল্টইন ইউটিউব অ্যাপ ব্যবহার করে ইচ্ছামতো ভিডিও দেখতে পারেন। এখানেই অ্যানড্রয়েড টিভি বক্সের কেরামতি শেষ নয়। বড় পর্দায় ফেইসবুক ব্রাউজিংও করতে পারবেন এটা দিয়ে। খেলা যাবে অ্যানড্রয়েড গেইমসও। ইন্টারনেট ব্রাউজিংসহ পেনড্রাইভের সাহায্যে বিভিন্ন ফরম্যাটের ভিডিও চালাতে পারবেন এই টিভি বক্সে। বিল্টইন মিডিয়া প্লেয়ার যদি ভালো না লাগে, তাহলে পছন্দসই মিডিয়া প্লেয়ার ডাউনলোড করে নেওয়ার সুবিধা তো আছেই।

অ্যানড্রয়েড টিভি বক্স চালাতে হলে ইথারনেট বা ওয়াই-ফাইয়ের সংযোগ থাকতে হবে। চাইলে কেবলের মাধ্যমে সরাসরি টিভি বক্সে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। আর যদি তারের ঝামেলায় যেতে না চান ওয়াই-ফাই ব্যবহার করতে পারেন। এতে ওয়াই-ফাইয়েরও সুবিধা আছে। অ্যানড্রয়েড টিভি বক্স কেনার আগে দেখে নিতে হবে আপনার টিভিতে এইচডিএমআই পোর্ট আছে কি না। এটা না থাকলে ইউএসবি পোর্ট আছে কি না। সেটা থাকলে আপনার একটি এইচডিএমআই কনভার্টার লাগবে, যার মাধ্যমে টিভির সঙ্গে অ্যানড্রয়েড টিভি বক্সের সংযোগ দেওয়া যাবে। এই টিভি বক্সের সঙ্গে একটি রিমোট কন্ট্রোল দেওয়া থাকে। চাইলে অতিরিক্ত মাউস ও কি-বোর্ড ব্যবহার করা যাবে ইউএসবি পোর্টের সাহায্যে।

দরদাম

বাজারে হরেক ব্র্যান্ডের অ্যানড্রয়েড টিভি বক্সই পাওয়া যায়। নন-ব্র্যান্ড ছাড়াও রেজার, এনভিডিয়া, শাওমির মতো প্রতিষ্ঠানও টিভি বক্স তৈরি করে থাকে। তবে বাজারে চায়না টিভি বক্সের সংখ্যাই বেশি। এসবের দামও অপেক্ষাকৃতভাবে বেশ কম।

চায়নিজ ‘টিএক্স২-আর২’ মডেলের দুই গিগাবাইট র‌্যাম ১৬ গিগাবাইট রমের অ্যানড্রয়েড টিভি বক্স পাওয়া যাচ্ছে ২৮০০ থেকে ৩৩০০ টাকায়। এক গিগাবাইট র‌্যাম ও আট গিগাবাইট রমের দাম ২৭০০ টাকা থেকে শুরু।

‘টিএক্স থ্রি মিনি এ’ মডেলের দুই গিগাবাইট র‌্যাম ১৬ গিগাবাইট রমের অ্যানড্রয়েড টিভি বক্সের দাম চার হাজার টাকা। দুই গিগাবাইট র‌্যাম ১৬ গিগাবাইট রমের ‘এমএক্সকিউ’ অ্যানড্রয়েড টিভি বক্সের দাম ৩৫০০ টাকা, দুই গিগাবাইট রম, ১৬ গিগাবাইট রমের ‘টিএক্স থ্রি মিনি’, ’টিএক্স ৯৬ মিনি’ অ্যানড্রয়েড টিভি বক্স পাওয়া যাচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে।

শাওমির ‘এমআই এমডিজেড-১৬-এবি’ মডেলের টিভি পাওয়া যায় বাজারে। অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে দুই গিগাবাইট র‌্যাম ১৬ গিগাবাইট রমের টিভি বক্সের দাম পড়বে আট হাজার টাকা। আর অননুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে কিনলে এই টিভি বক্সের দাম পড়বে ৫ হাজার ৮০০ থেকে ৬ হাজার ৪০০ টাকার মধ্যে।

 

কোথায় পাবেন

রাজধানীর প্রায় সব এলাকাতেই ইলেকট্রনিকস পণ্য বিক্রির দোকানগুলোতে কমবেশি এই টিভি বক্স পাওয়া যায়। পাওয়া যাবে বিভিন্ন টেলিভিশনের শোরুমগুলোতেও। এ ছাড়া পান্থপথের বসুন্ধরা সিটি, হাতিরপুলের মোতালিব প্লাজা, বায়তুল মোকাররম সুপারমার্কেট, বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, গুলশানের পুলিশ প্লাজা, যমুনা ফিউচার পার্ক, আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারসহ বিভিন্ন স্থানে পাওয়া যায় এই টিভি বক্স। এসবের পাশাপাশি বিভিন্ন অনলাইন থেকে কিনতে পারেন অ্যানড্রয়েড টিভি বক্স।