সন্তানের ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে

Author Topic: সন্তানের ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে  (Read 1104 times)

Offline Shahana Parvin

  • Newbie
  • *
  • Posts: 26
  • Test
    • View Profile
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। এ জন্য ইনস্টাগ্রামে ব্যবহারকারী বৃদ্ধির তালিকায় বরাবরই প্রাধান্য থাকে কিশোর-কিশোরীদের। বিষয়টি মাথায় রেখে সন্তানের ইনস্টাগ্রাম ব্যবহারের সময় নিয়ন্ত্রণের জন্য অভিভাবকদের জন্য নতুন টুল চালু করেছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটি। টুলটি কাজে লাগিয়ে অভিভাবকেরা তাঁদের সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করছে, তা জানতে পারবেন। চাইলে সন্তানের জন্য ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও নির্ধারণ করে দিতে পারবেন তাঁরা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু হলেও শিগগিরই অন্যান্য দেশে এ সুবিধা উন্মুক্ত করা হবে। ইনস্টাগ্রামের তথ্যমতে, টুলটি কাজে লাগিয়ে সন্তান ইনস্টাগ্রামে কোন কোন ব্যক্তির অ্যাকাউন্ট অনুসরণ করে, তা জানার পাশাপাশি তাদের বিনিময় করা তথ্যও দেখার সুযোগ মিলবে। ফলে কিশোর-কিশোরীরা নিরাপদে ইনস্টাগ্রাম ব্যবহার করার সুযোগ পাবে। গত বছরের শেষ নাগাদ এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছিলেন, কিশোর-কিশোরীদের নির্দিষ্ট সময় পর ইনস্টাগ্রাম ব্যবহার থেকে বিরতি দিতে নতুন সুবিধা চালু করা হবে। এরই ধারাবাহিকতায় অভিভাবকদের নিয়ন্ত্রণ–সুবিধা চালুর ঘোষণা দিল ইনস্টাগ্রাম।
সম্প্রতি ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নিজেদের রিলস ফিচারে ভিডিও ধারণের সময় ৯০ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।

Offline dulal.lib

  • Newbie
  • *
  • Posts: 43
  • Test
    • View Profile
সন্তানদের প্রতেকটা বিষয়ের নিয়ন্ত্রণ রাখা উচিত, তাদের বাবা মায়ের।
Md. Dulal Uddin
BSS (Hon's) and MSS in
ISLM, Rajshahi University.

Library Officer
Daffodil International University
Daffodil Smart City, Ashulia, Savar, Dhaka, Bangladesh
Cell: 01847334802/01738379730