অফিস ২০১৩ চলবে না উইন্ডোজ এক্সপি ও ভিসতায়

Author Topic: অফিস ২০১৩ চলবে না উইন্ডোজ এক্সপি ও ভিসতায়  (Read 1512 times)

Offline Narayan

  • Sr. Member
  • ****
  • Posts: 426
  • যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে।
    • View Profile
মাইক্রোসফট অফিসের সর্বশেষ সংস্করণ অফিস ২০১৩ শুধু উইন্ডোজ ৭ ও নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ চলবে। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ২০০৮ আরটু ও উইন্ডোজ সার্ভার ২০১২-এর উপযোগী করে মাইক্রোসফট অফিস ২০১৩-এর নকশা করা হয়েছে। ফলে উইন্ডোজ এক্সপি ও ভিসতা ব্যবহারকারীরা মাইক্রোসফট অফিস ২০১৩ ব্যবহারের সুযোগ পাবেন না। অফিসের সর্বশেষ সংস্করণ ৩২ বিট কম্পিউটারে চালাতে অন্তত ১ গিগাহার্জ এবং ৬৪ বিট কম্পিউটারে অন্তত ২ গিগাহার্জ মতাসম্পন্ন প্রসেসর লাগবে। এ ছাড়া ১০২৪দ্ধ৫৭৬ রেজুলুশনের গ্রাফিকস কার্ড এবং হার্ডডিস্কে অন্তত ৩ গিগাবাইট খালি জায়গা লাগবে। মাইক্রোসফট অফিস ২০১৩ ব্যবসায় প্রতিষ্ঠান ও সাধারণ ব্যবহারকারীর জন্য সৃষ্টিশীলতা ও নমনীয়তার সুযোগ তৈরি করবে। অফিসের সর্বশেষ সংস্করণ পুরোটাই কাউডভিত্তিক সেবা। উইন্ডোজ ৮ বাজারে এলে মাইক্রোসফট অফিস অপারেটিং সিস্টেমটির সাথে ভালোভাবে কাজ করতে পারবে। আগামী অক্টোবরের শেষ দিকে মাইক্রোসফট উইন্ডোজ ৮ বাজারে আসার কথা। অফিসের সর্বশেষ সংস্করণে মাইক্রোসফটের কাউডভিত্তিক সেবা স্কাইড্রাইভের সংযোজন নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদপে। এর ফলে হার্ডড্রাইভের বদলে স্কাইড্রাইভে অফিস ডকুমেন্ট রাখা যাবে। যেকোনো জায়গা থেকে সেলফোন, পিসি ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে ডকুমেন্টগুলো পড়া ও সম্পাদনা করা যাবে। এ ছাড়া ডকুমেন্টগুলো অফলাইনে রাখার ব্যবস্থা আছে। মাইক্রোসফট অফিস ২০১৩ তিনটি আলাদা নামে বাজারে পাওয়া যাবে। সফটওয়্যার প্যাকেজটির অফিসিয়াল নেম অবশ্য অফিস ৩৬৫। অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করা যাবে। এতে ২০ গিগাবাইট স্কাইড্রাইভ স্টোরেজ সুবিধা রয়েছে। অফিস ৩৬৫ স্মল বিজনেস প্রিমিয়াম ছোট আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।

courtesy: Daily Nayadiganta
Narayan Ranjan Chakraborty
Assistant Professor
Department of CSE
Daffodil International University.