Religion & Belief (Alor Pothay) > Quran
ঈমান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ
Noman_1450:
আল্লহ তায়া’লা রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের প্রতি এরশাদ করিয়াছেন, আমরা (আরবীতে সম্মানসূচক প্রকাশ করার জন্য বহু বচন ব্যবহার করা হয়) আপনার পূর্বে এমন কোন পয়গম্বর পাঠাই নাই যাহার নিকট এই ওহী প্রেরণ করি নাই যে, আমি ব্যতীত কোন মা’বুদ নাই সুতরাং আমারই বন্দেগী (সুরা আম্বিয়া ২৫)
Noman_1450:
মুমিন তাহারাই যে, যখন আল্লহ তায়া’লার নাম লওয়া হয় তখন তাহাদের অন্তর কম্পিত হয় এবং যখন আল্লহ তায়া’লার আয়াতসমূহ তাহাদেরকে পড়িয়া শুনানো হয়, তখন ঐ আয়াত তাহাদের ঈমানকে দৃঢ়তর করিয়া দেয় এবং তাহারা আপন রবের উপরই ভরসা করে। (সুরা আনফাল ২)
Noman_1450:
যে সকল লোক আল্লহ তায়া’লার উপর ঈমান আনিয়াছে এবং উত্তমরূপে আল্লহ তায়া’লার সহিত সম্পর্ক পয়দা করিয়াছে, আল্লহ তায়া’লা অতি সত্বর এই সকল লোকদেরকে আপন রহমত ও দয়ার মধ্যে দাখিল করিবেন এবং তাহাদিগকে তাঁহার পর্যন্ত পৌঁছিবার সোজা রাস্তা দেখাইবেন। (যেখানে তাহাদের পথ প্রদর্শনের প্রয়োজন হইবে সেখানে তাহাদের সাহায্য করিবেন) (সুরা নিসা ১৭৫)
Noman_1450:
নিশ্চয় আমরা (আরবীতে সম্মানসূচক প্রকাশ করার জন্য বহু বচন ব্যবহার করা হয়) আপন রসূলদের ও ঈমানওয়ালা দেরকে দুনিয়ার জিন্দেগীতে সাহায্য করি এবং কেয়ামতের দিনও সাহায্য করিব। যেদিন আমালসমূহ লিপিবদ্ধকারী ফেরেশতাগন সাক্ষ্য দেয়ার জন্য দন্ডায়মান হইবে। (সুরা মু’মিন ৫১)
Noman_1450:
যাহারা ঈমান আনিয়াছে এবং নিজেদের ঈমানের মধ্যে শিরক মিশ্রিত করে নাই, তাহাদের জন্যই নিরাপত্তা, এবং তাহারাই হেদায়েতের উপর আছে। (সুরা আনআম ৮২)
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version