Religion & Belief (Alor Pothay) > Quran

ঈমান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ

<< < (2/2)

Noman_1450:
এবং ঈমানওয়ালাদের তো আল্লহ তায়া’লার সহিতই অধিক মুহাব্বাত হয় (সুরা বাকারা ১৬৫)

Noman_1450:
আল্লহ তায়া’লা রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের প্রতি এরশাদ করেন, আপনি বলিয়া দিন যে, নিশ্চয়ই আমার নামায এবং আমার সকল ইবাদাত, আমার জীবন ও মৃত্যু, সবকিছু আল্লহ তায়া’লাই জন্য। যিনি সমগ্র জগতের পালনকর্তা। (সুরা আনআম ১৬২)

Noman_1450:
و ذكر فإن الذكري تنفع المؤمنين
অর্থাৎ, (ঈমানী কথা) আলোচনা করতে থাকো (অর্থাৎ দাওয়াত দিতে থাকো), কেননা নিশ্চয় ঈমানী আলোচনা (দাওয়াত ইলাল্লাহ) মুমিনদের উপকারে আসবে। (সূরা যারিয়াত, আয়াতঃ ৫৫)

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version