IT Help Desk > IT Forum
ওডেস্কের পেমেন্ট সরাসরি ব্যাংকে
arefin:
অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্কের আর্থিক হিসাবে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। আর সরাসরি অর্থ উত্তোলনের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশ দ্রুতই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটসোর্সিং বাজার হয়ে উঠবে। কথাগুলো বাংলানিউজকে জানিয়েছিলেন বাংলাদেশ সফরে আসা ওডেস্কের শীর্ষ কর্মকর্তা ম্যাট কুপার।
সেপ্টেম্বরে এ সমস্যার সমাধান হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন ম্যাট কুপার। কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সারদের এরই মধ্যে সুখবর দিয়েছে ওডেস্ক। তবে আনুষ্ঠানিকতা নয়, একেবারে ঘরোয়া অনলাইন বার্তায় এ তথ্য দিয়েছে ওডেস্ক।
এর ফলে দেশি ফ্রিল্যান্সাররা এখন থেকে নিজেদের আয় সরাসরি বাংলাদেশি টাকায় নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলনের সুযোগ পাবেন। এত দিন ওডেস্ক থেকে টাকা পেতে তৃতীয় পক্ষের কোনো পেমেন্ট পদ্ধতির দ্বারস্থ হতে হতো। কিন্তু দেশি ওডেস্ক ব্যবহারকারীরা এখন লগইন করার পর এ বিষয়ে বার্তা পেতে শুরু করেছেন।
গত কমাস আগে ওডেস্ক ওয়্যার ট্রান্সফার পরীক্ষায় সফল হয়। এরপরই দেশি ওডেস্ক ফ্রিল্যান্সারদের জন্য সরাসরি অর্থ উত্তোলনের এ সুবিধা অবমুক্ত করা হলো। এখন থেকে দেশি ওডেস্ক গ্রাহকেরা নিজের অ্যাকাউন্টে লগইন করে সেটিংস থেকে ওয়ালেটে গিয়ে উইথড্রয়াল মেথডে ‘সেটআপ নাও’ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ওডেস্কের প্রেরিত অর্থ সরাসরি সংগ্রহ করতে পারবেন।
snlatif:
Thanks for sharing..
Sultan Mahmud Sujon:
স্যার আমাদের র্ভাসিটিতে ওডেস্কের একটি র্শট কোর্স এর ব্যাবস্থা করা গেলে মনে হয় ভালো হতো।
sazirul:
Great Idea :)
arefin:
Khoj niye dekhen, already amader unite outsourcing er upore onek workshop kora hoyeche. May be short course o suru hobe.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version