IT Help Desk > IT Forum

ওডেস্কের পেমেন্ট সরাসরি ব্যাংকে

<< < (2/2)

Dr. Md. Harun-or Rashid:
বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে অর্থ উপার্জনের আউটসোর্সিং পদ্ধতিটি বেশ জনপ্রিয়।বাংলাদেশের মত অধিক জনসংখ্যার দেশে এটি বৈদেশিক মুদ্রা আয়ের একটি সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও যথাযথ ধারণা ও সঠিক প্রশিক্ষণের অভাবে এক শ্রেণীর অসাধু প্রতারকের কারসাজিতে আউটসোর্সিংয়ে আগ্রহীরা প্রতারিত হচ্ছেন এবং এই খাত থেকে বাংলাদেশ ভালো উপার্জণ করতে পারছেনা।

সুসংবাদ হলো, ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জনের পদ্ধতি সর্ম্পকে সঠিক ধারণা ও প্রশিক্ষণ দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তরা ক্যাম্পাসে আউটসোর্সিং ও ইন্টানেটে অর্থ উপার্জন বিষয়ক স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।কোর্সের মধ্যে ওডেক্স, বিডিং, মাইক্রোওয়ার্কার্স, ব্লগিং, গুগল অ্যাডসেন্স, এসইও, লিঙ্ক বিল্ডিং, ডাটা এন্ট্রি, পিটিসি, ফ্রিল্যান্সিং মানি ট্রান্সফার ইত্যাদি বিষয় ব্যাবহারিকভাবে শেখানো হচ্ছে।আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:  উত্তরা ক্যাম্পাস, বাড়ী নং ০৪, রোড নং ০৭, সেক্টর ০৩, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।ফোন ৮৯২২৬৬০, ৮৯২২০১০; মোবাইল ০১৭১৩৪৯৩১৪১, ০১৮১১৪৫৮৮৪১;

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version