ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ ৫৪তম

Author Topic: ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ ৫৪তম  (Read 1194 times)

Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1172
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile


সামাজিক এবং রাজনৈতিক মানোন্নয়নে ইন্টারনেট আজ সবচেয়ে কার্যকর মাধ্যম। এ মাধ্যমকে সফলভাবে ব্যবহারের হিসাবে প্রতিবছর টিম বারনার্স লি ওয়েব ইনডেক্স তালিকা তৈরি করে। এ বছরের তালিকায় বাংলাদেশ পেয়েছে ৫৪তম অবস্থান। সবমোট ৬১টি দেশের তালিকায় বাংলাদেশ শেষ দশে স্থান পেয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অনেক দেশেই ইন্টারনেট ব্যবহারকে এখনও বিলাসিতা হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে এশিয়া খুব ভালো অবস্থানে নেই।

এ মহাদেশে ছয়জনের মধ্যে মাত্র একজন ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারে অতিরিক্তি খরচ গুণতে হয় বলেই বিশ্বের কোটি কোটি মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন কথাই জানিয়েছেন টিম বারনার্স লি। সামাজিক এবং রাজনৈতিকভাবে ইন্টারনেটের ব্যবহারিক বিবেচনার তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশ হচ্ছে সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নরওয়ে এবং আয়ারল্যান্ড।

এ তালিকায় শেষদিকের দেশগুলো হচ্ছে ইয়েমেন, জিম্বাবুয়ে, বারকিনো ফাসো, বেনিন ও ইথিওপিয়া। আগ্রহীরা (www.thewebindex.org) এ সাইটে তালিকাটি সংগ্রহ করতে পারবেন।

এ মুহূর্তে বাংলাদেশে দুই কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে। এদের মধ্যে ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) হিসাবে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ টেলিকম রেগুলারিটি কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU