সমুদ্রের বন্ধু সামুদ্রিক ভোঁদড়!

Author Topic: সমুদ্রের বন্ধু সামুদ্রিক ভোঁদড়!  (Read 1146 times)

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2002
    • View Profile
    • Daffodil International University

সমুদ্রের বন্ধু সামুদ্রিক ভোঁদড়!

ছোটবেলায় পড়া ছড়া—‘আয় রে আয় টিয়ে, নায়ে ভরা দিয়ে,/ না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোঁদড় নাচে’। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, ভোঁদড় কেবল নাচানাচি করেই দিন কাটায় না, আলাস্কার সামুদ্রিক ভোঁদড় খিদে পেলে সমুদ্রের পানিতে ডুব দিয়ে ওই পরিবেশের জন্য ক্ষতিকর সামুদ্রিক শজারু শিকার করে। ভোঁদড়ের এ শিকারের কারণেই সেখানকার সমুদ্রের পরিবেশ ভালো থাকে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, আলাস্কার সামুদ্রিক ভোঁদড় ওখানকার সমুদ্রে ক্ষতিকর অম্লীয় কার্বন ডাই-অক্সাইড জমতে বাধা দেয়। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সমুদ্রের তলদেশে জন্মানো সামুদ্রিক গুল্ম পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। সমুদ্রের পরিবেশ ঠিক রাখতে সমুদ্রতলে এ ধরনের লতাগুল্ম খুবই গুরুত্বপূর্ণ। লতাগুল্ম খেকো সামুদ্রিক শজারু সেখানকার পরিবেশের জন্য হুমকি তৈরি করে। শজারু শিকার করে লতাগুল্ম বেড়ে উঠতে সাহায্য করে ভোঁদড়।
‘ফ্রন্টিয়ার্স ইন ইকোলজি অ্যান্ড দ্য ইনভায়রনমেন্ট’ সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, সি-বেড বা সমুদ্রতলের গুল্ম আলোক সংশ্লেষণ-প্রক্রিয়ায় কার্বন শোষণ করে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেশি হয়ে গেলে সামুদ্রিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সমুদ্রের পানিতে এসিডের মাত্রা বেড়ে যায়। সমুদ্রের নিচের উদ্ভিদগুলো এই এসিড শোষণ করে। সমুদ্রের নিচের গুল্ম খেকো ক্ষতিকর প্রাণী শিকার করে সমুদ্র পরিষ্কার রাখে ভোঁদড়ের দল।
গবেষকেরা হিসাব করে দেখেছেন, গুল্ম খেকো প্রাণী শিকার করে ভোঁদড় যে পরিমাণ গুল্ম বাঁচায়, আর তাতে যে কার্বন শোষিত হয়, সে পরিমাণ কার্বন পরিশোধন করতে ২০-৪০ কোটি ডলার খরচ করতে হতো। গবেষকেরা কলম্বিয়া, কানাডা ও আলাস্কার ভোঁদড়সংক্রান্ত ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করে এ ফল পেয়েছেন।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভোঁদড় বিশেষজ্ঞ ও গবেষক জিম ইসটেস জানিয়েছেন, এ গবেষণার ফলে মানুষ সামুদ্রিক ভোঁদড়ের গুরুত্ব বুঝতে পারবে এবং ভোঁদড়ের উপকারের কথা জানতে পারবে।
গবেষক জিম ইসটেস আরও জানান, অনেকেই ভোঁদড়কে শান্তশিষ্ট প্রাণী হিসেবে পছন্দ করেন। আবার অনেকেই ভোঁদড় মোটেও পছন্দ করেন না। অনেক জেলে, মাছশিকারী নিষ্ঠুরভাবে ভোঁদড় মেরে ফেলেন। কিন্তু প্রকারান্তরে, জেলে ও মাছশিকারীদের জন্য যথেষ্ট উপকারী বন্ধু ভোঁদড়। সমুদ্রের লতাগুল্ম বাঁচিয়ে রেখে মাছের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে ভোঁদড়।
গবেষকেরা জানিয়েছেন, অতিরিক্ত শিকারের কারণে আলাস্কার উপকারী ভোঁদড় প্রায় বিলুপ্তির পথে। ২০০৫ সালে পশ্চিম আলাস্কা অঞ্চলের ভোঁদড়কে বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর তালিকাভুক্ত করা হয়েছে।


Source: http://www.prothom-alo.com/detail/date/2012-09-12/news/288716
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun