IT Help Desk > IT Forum
Use of Facebook
Mohammed Abu Faysal:
এত দিন 'লাইক', 'কমেন্ট', 'শেয়ার'-এর মতো শব্দের সঙ্গে পরিচয় ছিল ফেইসবুক ব্যবহারকারীদের। এবার যুক্ত হচ্ছে আরেক শব্দ_'ওয়ান্ট'। কোনো কিছু কিনতে বা কোনো প্রতিষ্ঠানের সেবা নিতে 'ওয়ান্ট' বাটনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে পোশাক, আসবাব, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য কোথা থেকে কিনতে চান তার তালিকা তৈরি করা যাবে। পছন্দের ব্র্যান্ডের নামও জানিয়ে দেওয়া যাবে। থাকছে তালিকায় থাকা বন্ধুর সঙ্গে পছন্দের পণ্য আদান-প্রদানের সুবিধাও। ই-কমার্সের ক্ষেত্রে একে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ফেইসবুক জানিয়েছে, 'ওয়ান্ট সুবিধাটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি চালু হওয়ার পর ব্যবহারকারী বিনা মূল্যে সুবিধাটি গ্রহণ করতে পারবেন।'
Mohammed Abu Faysal:
ফেসবুকে আবার নতুন টাইমলাইন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক তাদের ব্যবহারকারীদের জন্য শুরু থেকেই নানা ধরনের ফিচার নিয়ে এসেছে। এর ধারাবাহিকতায় তারা সর্বশেষ চালু করে তাদের টাইমলাইন। গত আগস্ট থেকেই তারা সবার জন্য টাইমলাইন ব্যবহার করাকে বাধ্যতামূলক করে দিয়েছিল। তবে ফেসবুকের এই টাইমলাইন নিয়ে বেশ বিতর্ক কাজ করেছে অনেকের মাঝেই। ফেসবুকের অনেক ব্যবহারকারীই টাইমলাইন নিয়ে সন্তুষ্ট ছিল না। তারা নিজেদের প্রোফাইলে টাইমলাইন নিস্ক্রিয় করার সুযোগের জন্যও দাবী করে। তবে ফেসবুক তাদের দাবী মেনে নেয়নি। এবারে এসে তারা এই টাইমলাইনকে নতুন করে সাজিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। নতুন ডিজাইনের এই টাইমলাইনে সব ধরনের পোস্ট থাকবে টাইমলাইনের বামপাশে একটি কলামে। আর টাইমলাইনের ডান পাশের কলামে থাকবে বন্ধু-বান্ধব, অ্যাপস, অ্যাক্টিভিটি আপডেট এবং অন্যান্য সবকিছু। এখনকার টাইমলাইনে দুই কলামেই সব পোস্ট প্রদর্শন করা হয় জিগজ্যাগ ধরনে। অর্থাত্, পোস্টগুলো ডানে এবং বামে আপডেট হয়। নতুন ডিজাইনের টাইমলাইনে এসে ডান পাশের কলামটি অনেকটাই খালি থাকবে। ফেসবুক আশা করছে নতুন ডিজাইনের এই টাইমলাইন সবার পছন্দ হবে। পরীক্ষামূলকভাবে এটি খুব অল্পকিছু অ্যাকাউন্টে চালু করা হয়েছে
Mohammed Abu Faysal:
ফেসবুক নোটিফিকেশন দেখানোর পাশাপাশি শব্দ শোনানোর ব্যবস্থা যুক্ত করছে কর্তৃপক্ষ। ফেসবুকে নতুন ফিচার হিসেবে যুক্ত হতে পারে শব্দের মাধ্যমে নোটিফিকেশন জানানোর পদ্ধতিটি। এ পদ্ধতিটি বর্তমানে পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।
নতুন এ পদ্ধতিতে ফেসবুকের কেউ বার্তা পাঠালে, টাইম লাইনে কিছু লিখলে বা কোনো আমন্ত্রণ নোটিফিকেশন আকারে এলে একটি শব্দ হবে। ফেসবুকের একজন মুখপাত্র শব্দ পরীক্ষার বিষয়টি স্বীকার করেছেন।
ফেসবুকের এক মুখপাত্রের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, শব্দ শোনার এ ব্যবস্থা অ্যাকাউন্ট সেটিংস পেজ থেকে নিয়ন্ত্রণ করা যাবে। সীমিত আকারে এ পদ্ধতিটির প্রয়োগ শুরু হয়েছে।
একজন ব্যবহারকারী অবশ্য ফেসবুকের নতুন এ শব্দ করে নোটিফিকেশন জানানোর পদ্ধতিটির বিপক্ষেই তাঁর মত দিয়েছেন।
Mohammed Abu Faysal:
সেলস ট্র্যাকিং অ্যাপ চালু করল ফেইসবুক। সামাজিক যোগাযোগ সাইটে বিজ্ঞাপন দেওয়ার পর কতজন তা দেখেছে ও কিনতে আগ্রহী হয়েছে তা এই টুলের মাধ্যমে জানা যাবে। এমনকি বিজ্ঞাপনটি দেখে কতজন পণ্যটি কিনতে আগ্রহী হয়েছে, তাও জানা যাবে। তবে ব্যবহারকারীদের পরিচয় প্রকাশ করা হবে না। শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করা হয়েছে।
এ মাসের শেষ নাগাদ সব বিজ্ঞাপনদাতাই সুবিধাটি ব্যবহার করতে পারবে। টুলটি সংযোজনের মাধ্যমে সাইটটিতে আরো বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে বলে ধারণা করছে ফেইসবুক কর্তৃপক্ষ।
১০০ কোটিরও বেশি মানুষ ফেইসবুক ব্যবহার করছে। কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিজ্ঞাপনদাতারাও সাইটটিতে বিজ্ঞাপন দেওয়ার হার বাড়িয়ে দিয়েছে।
Mohammed Abu Faysal:
কমছে ফেইসবুকের জনপ্রিয়তা!
বিশ্বের এক নম্বর সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকের জনপ্রিয়তায় ভাটা পড়ছে। কিশোর-কিশোরীদের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিপার জেফ্রি।
জরিপে অংশ নেওয়া পাঁচ হাজার ২০০ জনের মধ্যে ৩৩ শতাংশ ফেইসবুককে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগের সাইট মনে করে থাকে। গত বছর এ সংখ্যা ছিল ৪২ শতাংশ। ৩০ শতাংশের বেশি পছন্দ মাইক্রোব্লগিং সাইট টুইটার। ইনস্টাগ্রামের পক্ষে ১৭ শতাংশ এবং টাম্বলারের পক্ষে ৭ শতাংশ কিশোর-কিশোরী মত দিয়েছে।
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version