আইপ্যাড মিনি আসছে ২৩ অক্টোবর

Author Topic: আইপ্যাড মিনি আসছে ২৩ অক্টোবর  (Read 1024 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
অবশেষে ২৩ অক্টোবর অ্যাপল কম্পিউটারের নতুন আইপ্যাড মিনি বাজারে আসছে। ট্যাবলেট কম্পিউটারের ক্ষেত্রে এটি নতুন এক দিক উন্মোচন করবে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। এর আগে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী ১৭ অক্টোবর আইপ্যাড মিনি অবমুক্ত করা হবে। সম্প্রতি অ্যাপল কর্তৃপক্ষ বিকল্প হিসেবে ২৩ অক্টোবর আইপ্যাড মিনি বাজারে আনবে। আর আয়োজনটি হতে পারে অ্যাপলের প্রধান কার্যালয়ের টাউন হলে। অ্যাপল পণ্য উন্মাদনায় এবার নতুনভাবে যুক্ত হওয়া আইপ্যাড মিনি নিয়ে রয়েছে ক্রেতাদের দারুণ আগ্রহ। আইপ্যাড মিনির পর্দা হতে পারে ৭ দশমিক ৮৫ ইঞ্চি। আর সাঙ্কেতিক নাম হতে পারে ‘এয়ার’। বর্তমানে বাজারে থাকা গুগল অ্যান্ড্রয়েড চালিত নেক্সাস ৭ এবং আমাজন কিন্ডল ফায়ারের পর্দা ৭ ইঞ্চি। এর চেয়ে একটু বড় হবে আইপ্যাড মিনি এমনই মনে করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক কোটি আইপ্যাড মিনির অর্ডার পেয়েছে বলে জানিয়েছে।