ঘড়ির জন্য ২১ মিলিয়ন ডলার প্রদান করলো অ্যাপ

Author Topic: ঘড়ির জন্য ২১ মিলিয়ন ডলার প্রদান করলো অ্যাপ  (Read 1137 times)

Offline snlatif

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 267
    • View Profile
একটা ঘড়ির ডিজাইন নিয়ে এত কাণ্ড এবং সমালোচনার সৃষ্টি হতে পারে তা ভাবতে পারে নি অ্যাপল। সুইজারল্যান্ডের রেলস্টেশনের ঘড়িটির নকশা আইওএস ৬ এ নকল করে লজ্জিত হতে হয় প্রতিষ্ঠানটিকে। আর এ লজ্জা থেকে মুক্তি পাবার জন্য ২১ মিলিয়ন ডলার প্রদানের মাধ্যমে ডিজাইনটি ব্যবহার করার অনুমোদন গ্রহণ করলো অ্যাপল।
সম্প্রতি অ্যাপল সুইস ফেডারেল রেলওয়ের সাথে একটি লাইসেন্স চুক্তি করেছে অ্যাপল।

এ বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল তার আই ডিভাইসগুলোর জন্য নতুন ওএস আইওএস ৬ প্রকাশ করে। আর এই ওএস এ আইপ্যাডের জন্য ঘড়ির নতুন একটি ডিজাইন প্রদান করে অ্যাপল।
নতুন ডিজাইনটি ১৯৪০ সালে হ্যান্স হিলফিকারের নকশা করা একটি ঘড়ির সাথে একদম মিলে যায়। এই ঘড়িটি বর্তমানে সুইজারল্যান্ডের রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবহার করছে। এবং একে স্মারক হিসেবে বিবেচনা করে থাকে। প্রতিষ্ঠানটি মামলা করার হুমকি দিলে অ্যাপল লাইসেন্স চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করে।


Source:Internet
« Last Edit: November 14, 2012, 02:16:19 PM by Badshah Mamun »