বাংলাদেশি অ্যাপস্টোর চালু

Author Topic: বাংলাদেশি অ্যাপস্টোর চালু  (Read 1291 times)

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
চালু হলো মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন (অ্যাপস) পাওয়ার বাংলাদেশি অনলাইন দোকান (অ্যাপস্টোর) “ইএটিএল অ্যাপস” (www.eatlapps.com)। এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) তৈরী করেছে এই অ্যাপস্টোর। নানা কাজের জন্য বিভিন্ন রকম অ্যাপস এতে থাকবে। ইএটিএলের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন জানান, এ অ্যাপস্টোরের মাধ্যমে কৃষি, শিক্ষা, health ও সামাজিক যোগাযোগের ওপর বিভিন্ন অ্যাপস নির্মানের উদ্যোগ নেওয়া হবে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য “মোবাইল অ্যাপস” তৈরীর প্রতিযোগিতার ঘোষনা দেয়। প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। পুরস্কার হিসেবে রয়েছে পাঁচ লাখ, দুই লাখ ও এক লাখ টাকা এবং স্মার্টফোন। এই অ্যাপস্টোর থেকে যে কেউ অ্যাপস নামাতে পারবেন এবং নিজের তৈরী অ্যাপসও এখানে রাখা যাবে। এখন এতে অ্যান্ড্রয়েড ও জাভাসমর্থিত অ্যাপস পাওয়া যাচ্ছে।