IT Help Desk > IT Forum
ড্যাফাডিলে কারিগরি সেমিনার
Md. Khairul Bashar:
বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্রে হর-হামেশা দেখা যায় যে স্বয়ংক্রিয় প্রযুক্তি মানব সভ্যতার জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে কি শেষপর্যন্ত কম্পিউটারই মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে? কম্পিউটারের কারণে মানবসভ্যতা ধ্বংসের ঝুঁকি কতটুকু এ বিষয়টি নিয়ে গবেষণা শুরু হচ্ছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি মানুষের ক্ষতি করতে সক্ষম এমন কম্পিউটারের খোঁজে নামার এক পরিকল্পনা করছেন।
সেন্টার ফর দ্য স্টাডি অব একজিসটেন্সিয়াল রিস্ক (সিএসইআর)-এর গবেষকেরা বায়োটেকনোলজি, কৃত্রিম জীবন, ন্যানোটেকনোলজি ও পরিবেশের পরিবর্তনের ফলে মানবসভ্যতার ধ্বংসের ঝুঁকি নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছেন। ‘সিএসইআর’ নামের এ প্রকল্পের প্রতিষ্ঠাতা হলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হু প্রাইস, কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিকসের অধ্যাপক মার্টিন রিজ এবং স্কাইপির সহ-প্রতিষ্ঠাতা জান তালিন। ‘সিএসইআর’ নামের এ গবেষণা কেন্দ্র আগামী বছর চালু হবে।
গবেষকেরা জানিয়েছেন, টার্মিনেটর চলচ্চিত্রে দেখানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দুষ্ট প্রকৃতির রোবট মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া চলচ্চিত্রের ‘স্কাইনেট’ নামের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা বাস্তবে তৈরি হলে মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, দুষ্ট কম্পিউটারের খোঁজ করার বিষয়টিতে এখন গুরুত্ব দেওয়ার সময় হয়েছে। এ ধরনের ঝুঁকি বাস্তবে কতটা তা নির্ধারণ করা কঠিন হলেও এ বিষয়ে এখন সচেতনতার সময় এসেছে।গবেষক হু প্রাইস জানিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একথা নিশ্চিত করেই বলা যায় যে, আগামী শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা জীববিজ্ঞানের সীমা পার করবে। মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যাবে কম্পিউটার, রোবট।’
সূত্রঃ বিবিসি
tamim_saif:
November 28, 2012 - 16:06 in Physics & Chemistry
A completely new method of manufacturing the smallest structures in electronics could make their manufacture thousands of times quicker, allowing for cheaper semiconductors. The findings have been published in the latest issue of Nature. Instead of starting from a silicon wafer or other substrate, as is usual today, researchers have made it possible for the structures to grow from freely suspended nanoparticles of gold in a flowing gas.
Behind the discovery is Lars Samuelson, Professor of Semiconductor Physics at Lund University, Sweden, and head of the University's Nanometre Structure Consortium. He believes the technology will be ready for commercialisation in two to four years' time. A prototype for solar cells is expected to be completed in two years.
tamim_saif:
Transformation optics devices that perform diverse, simple functions can be integrated together to build complex photonic systems for optical communications, imaging, computing, and sensing. (Credit: Qi Wu)
ScienceDaily (Nov. 2012) — Using a combination of the new tools of metamaterials and transformation optics, engineers at Penn State University have developed designs for miniaturized optical devices that can be used in chip-based optical integrated circuits, the equivalent of the integrated electronic circuits that make possible computers and cell phones.
sahadat_185:
Continuing what we have talked about the top unique structure mentioned by Syed Mobin Architects, now let’s see the second structure, the Chicago Spire. This phenomenal structure, when completed in 2010, will be the world’s tallest residential building and the tallest building of any kind in the western world. Seemingly modeled on the image of a giant drill poking through the ground, the 609 meter structure will dominate the Chicago skyline.
Badshah Mamun:
ধূমপানের ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি, শিক্ষণ ও কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা কমে যায় বলে জানিয়েছেন একদল ব্রিটিশ গবেষক।
লন্ডনের কিংস কলেজের গবেষকরা পঞ্চাশোর্ধ ৮ হাজার ৮০০ জন মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন।
ধূমপানের পাশাপাশি উচ্চ রক্ত চাপ ও অতিরিক্ত ওজনও মস্তিকের কার্যক্ষমতার ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, জীবনাচরণ সঠিক না হলে তা দেহমনে ক্ষতিকর প্রভাব ফেলে। পরীক্ষায় খারাপ ফল করার সঙ্গে ধূমপানের যোগ আছে বলে মত দিয়েছেন গবেষকরা।
আর মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার সঙ্গে ব্যক্তির হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মারাত্মক ঝুঁকিরও আশঙ্কা আছে বলে জানিয়েছেন তারা।
যুক্তরাজ্যের ‘এইজ এন্ড এইজিং’ নামক সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণাটি পরিচালনার জন্য পঞ্চাশোর্ধ্ব একদল মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
এরপর তাদের মস্তিস্কের কার্যক্ষমতা নিরীক্ষণের জন্য নতুন শব্দ শেখা এবং তারা একেকজন এক মিনিটে কতগুলো প্রাণীর নাম মনে করতে পারে তার হিসাব রাখেন গবেষকরা।
এভাবে চারবছর এবং পরে আটবছর পর আবারো একই নিরীক্ষার মাধ্যমে তাদের জীবনযাত্রার ভিত্তিতে মস্তিস্কের কার্যক্ষমতা যাচাই করেন তারা।
Source: http://bdnews24.com/bangla/details.php?id=211817&cid=13
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version